মঙ্গলবার ● ৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক » জেনারেল কাসেম সোলেইমানির দ্বিতীয় দিনের জানাজায় শ্রদ্ধা জানালেন হাজার-হাজার মানুষ
জেনারেল কাসেম সোলেইমানির দ্বিতীয় দিনের জানাজায় শ্রদ্ধা জানালেন হাজার-হাজার মানুষ
জেনারেল কাসেম সোলেইমানির দ্বিতীয় দিনের জানাজায় শ্রদ্ধা জানাতে সোমবার তেহরানে রাস্তায় জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। জানাজার নামাজে নেতৃত্ব দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। সেসময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন বাহিনীর হামলায় নিহত হন সোলেইমানি। এর চরম প্রতিশোধ নিতে ইতিমধ্যে অঙ্গীকার করেছে ইরান।
এর আগে রবিবার স্থানীয় সময় সকাল ৮টায় খুজিস্তান প্রদেশের কেন্দ্রীয় শহর আহওয়াজে জেনারেল সোলাইমানির জানাজাঅনুষ্ঠিত হয়। সেখানেও হাজার হাজার ইরানি সোলেইমানিকে শ্রদ্ধা জানাতে আসেন। সেইসঙ্গে আমেরিকার মৃত্যু চেয়ে স্লোগান দেন।
এছাড়া গতকাল ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার বিনিময়ে কোটি কোটি ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। কেউ প্রেসিডেন্ট ট্রাম্পের মাথা এনে দিলে পাবেন ৮০ মিলিয়ন মার্কিন ডলার। জেলারেল কাসেম সোলেইমানি মার্কিন হামলায় নিহত হওয়ার ঘটনার পর ইরান থেকে এই ঘোষণা আসে।
গতকাল কাসেম সোলেইমানির জানাজা দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সম্প্রচার করা হয়। এসময় সেখানে বলা হয়, প্রত্যক ইরানি এক ডলার করে দান করবে, যার পুরো অর্থ সেই ব্যক্তিকে দেয়া হবে যিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করবেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ৮০ মিলিয়ন বাসিন্দা। জনসংখ্যার ভিত্তিতে আমরা ৮০ মিলিয়ন ডলার অনুদান সংগ্রহ করবো। যেই ব্যক্তি ট্রাম্পের মাথা এনে দিতে পারবে বা হত্যা করবে তাকে এই পুরো অর্থ পুরস্কার হিসেবে দেয়া হবে।
ঘোষণায় আরও বলা হয়, প্রত্যক ইরানীর উচিৎ এক ডলার করে দান করা।
তবে ইরান সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে কিনা তা নিশ্চিত করা যায়নি। সূত্র : বিবিসি