শিরোনাম:
●   মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন ●   মানিকছড়িতে ট্রাকের নীচে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ●   আল ফালাহ ইসলামি একাডেমীর সবক প্রদান অনুষ্ঠান ●   ১১ দফা অবহিতকরণে আত্রাইয়ে আলোচনা সভা ●   পার্বতীপুর রেলওয়ে ইর্য়াডের আম গাছে যুবকের আত্মহত্যা ●   রংধনু ক্লাবের কার্যকরী পরিষদ গঠিত ●   কাউখালী তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসার সভা ●   পাকুন্দিয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠিত ●   বৈরী আবহাওয়ায় ও শীতের তীব্রতায় বাড়ছে কৃষকের দুশ্চিন্তা ●   কোন হটকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবেনা ●   তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ●   মিরসরাইয়ে শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ ●   ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ●   লংগদু এস এস সি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরন ●   ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ এর মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব ●   হালদা থেকে বিপন্ন গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার ●   খাগড়াছড়ির আলুটিলায় পর্যটকবাহী বাস উল্টে আহত-২০ ●   পানছড়িতে লোগাং জোন এর অনুদান সামগ্রী প্রদান ●   আত্রাইয়ে কুলি-বেদে সম্প্রদায়ের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ ●   চুয়েটে স্থাপত্য বিভাগের ১ম জাতীয় কনফারেন্স শুরু ●   বিজিবির অভিযানে খাগড়াছড়িতে ১২ অনুপ্রবেশকারী আটক ●   ঈশ্বরগঞ্জে জাতীয় প্রবাসী দিবস পালিত ●   কুষ্টিয়ায় বালুঘাট দখল নিতে তাণ্ডব চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা ●   রাউজানে বিকাশ প্রতারকের ফাঁদে নারী উদ্যোক্তা তানিয়া ●   যোবায়ের-সাদপন্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ইজতেমা মাঠ : নিহত ৩ ●   মিরসরাইয়ে মধ্য তালবাড়ীয়া স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন ●   জিয়া কিংবা শেখ মুজিব নয়; জনগণই মুক্তিযুদ্ধের মূল নায়ক : টিপু ●   নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রের প্রাণহানি ●   জাতীয় ঐকমত্য কমিশন এর নেতৃত্বে থাকবেন ড. ইউনূস ও আলী রীয়াজ ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে বিজয় দিবস উদযাপন
রাঙামাটি, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » নওগাঁ » দীর্ঘ প্রতিক্ষার অবসান আহসানগঞ্জ স্টেশনে থামবে দ্রুতযান এক্সপ্রেস
প্রথম পাতা » নওগাঁ » দীর্ঘ প্রতিক্ষার অবসান আহসানগঞ্জ স্টেশনে থামবে দ্রুতযান এক্সপ্রেস
মঙ্গলবার ● ৭ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দীর্ঘ প্রতিক্ষার অবসান আহসানগঞ্জ স্টেশনে থামবে দ্রুতযান এক্সপ্রেস

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে দীর্ঘ প্রতীক্ষা ও আন্দোলনের পর আগামী ১০জানুয়ারী চালু হতে যাচ্ছে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি। নতুন এ ট্রেনটি চালু হলে রাজধানী ঢাকাসহ উত্তরাঞ্চলীয় জেলার যাত্রীরা উপকার পাবেন। একটি সবুজ অরণ্যে ঘেরা আত্রাইয়ে যেন কিছু একটার অভাব ছিলো, সেই অভাবটাই যেন পূরণ হয়েছে।

রেল মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আত্রাইয়ের জনমানুষের সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে আগামী শুক্রবার (১০জানুয়ারী) থেকে আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চালু হবে। আর তা জানামাত্র আত্রাই উপজেলাবাসী আনন্দে উচ্ছাসিত হয়ে একে অন্যকে শুভেচ্ছা বিনিময় করছেন। তাদের উচ্ছাসে যেন প্রাণ ফিরে পেয়েছে মৎস ও শষ্য ভান্ডার খ্যাত আত্রাই উপজেলা।

স্থানীয়দের মতে, দাবিটা ছিলো যৌক্তিক। আহসানগঞ্জ রেল স্টেশন আর রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থায় ছিলো দীর্ঘ রেল পথ। বিভিন্ন প্রয়োজনে দৈনিক শত শত মানুষের যাতায়াত করে এখান থেকে। এখানে কবি গুরু রবিন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি, মহত্মাগান্ধির স্মৃতি বিজরিত মহত্মাগান্ধি আশ্রম, ঐতিহাসিক ভবানীপুর জমিদার বাড়ি, বৃহৎ মৎস আরৎ, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান এই অঞ্চলে অবস্থিত। কিন্তু রাজধানী ঢাকা শহরের সাথে যাতায়াতের জন্য একমাত্র রেল পথই ছিলো সুবিধাজনক। কিন্তু দিনের বেলা ঢাকাগামী কোন আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় নানা বিরম্বনা, দুর্ভোগ কাটিয়ে বাধ্য হয়ে চলাচল করতে হতো এখানকার মানুষের। তাই এখানকার মানুষের প্রাণের দাবি ছিলো অন্তত দিনের বেলা একটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি। যাতে করে মানুষ নিশ্চিন্তে, নিরাপদে দুরবর্তী স্থানে যাতায়াত করতে পারে সহজে।

দাবি বাস্তবায়নে আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ উচ্ছাসিত কণ্ঠে বলেন, ‘আমাদের দাবি পূরণ হয়েছে, এখন মানুষের কষ্ট লাগব হবে’। আমরা উপজেলাবাসী খুব সহজেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন দুরবর্তী স্থানে যাতায়াত করতে পারবো।

শাহাগোলা ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বাবু বলেন, এটা ছিলো উপজেলাবাসীর দীর্ঘ দিনের দাবি। প্রতিদিন শত শত মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করে। কিন্তু আন্তঃনগর ট্রেনের অভাবে মানুষ কষ্ট করে যাতায়াত করতো। এখন তাঁদের সেই কষ্ট লাগব হবে।

এ ব্যাপারে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম বলেন, দীর্ঘদিন আন্দোলনের পর আমাদের প্রাণের দাবি আহসানগঞ্জ টু ঢাকা আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি। আগামী শুক্রবার থেকে ট্রেনটি চালু হওয়ায় আমরা আত্রাই উপজেলাবাসী আনন্দিত। তিনি আরো বলেন, ট্রেনটি স্টপেজের কারণে আত্রাই, রাণীনগর, বাগমারা, নলডাঙ্গা, ও সিংড় চালু হয়েছে। এবার চালু হচ্ছে বিরতিহীন ট্রেন। এতে আগের তুলনায় পঞ্চগড়বাসীর া উপজেলাসহ আশপাশের উপজেলার মানুষের অনেক সুবিধা হবে এবং বৃদ্ধি পাবে সরকারের রাজস্ব আয়।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান বলেন, ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন বিরতির কারণে মৎস ও শষ্য ভান্ডার খ্যাত আমাদের উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা আরো একধাপ এগিয়ে গেল। এতে ব্যাবসায়ী মহলসহ সকল স্তরের জনগনের দুর্ভোগ লাঘব হবে। রেল কতৃপক্ষের এ সিদ্ধান্তে আমরা খুশি হয়েছি।

এদিকে আত্রাইবাসীর প্রাণের দাবি পূরণ করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, রেলপথ মন্ত্রী এবং আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম এমপিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আত্রাই উপজেলাবাসী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: ‘‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’’প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও মো. ছানাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল, ওসি মোসলেম উদ্দিন,মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম,মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

আত্রাইয়ে শীতার্তদের পাশে আস্থা
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: সমাজে শীতার্ত, অসহায় ও দরিদ্র মানুষদের হার কাঁপানো শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের টিফিন বাঁচানো অর্থে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা।
গতকাল সোমবার বিকেলে আমরুল কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কম্বল বিতরণের সময় ইউএনও ছানাউল ইসলাম বলেন লেখাপড়ার বাইরে একজন শিক্ষার্থীর সমাজসেবামূলক কাজ করাটা খুবই প্রশংসনীয় এবং গর্বের। সামনের দিনগুলোতেও আস্থা এভাবেই মানুষের জন্য কাজ করে যাবে এটাই প্রত্যাশা করি। তিনি বাবা-মাদের তাদের সন্তানের বাল্যবিয়ে এবং মাদক থেকে বিরত রাখার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন আস্থার উপদেষ্টা আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমীন,সাধারণ সম্পাদক আরিফ হোসেন,ইউপি সদস্য নজরুল ইসলাম, মোজাহার প্রামানিক, প্রধান শিক্ষক মাহাবুবুল উল আলম, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ; সাংবাদিক তপন কুমার সরকার, সংগঠনটির সহ-সভাপতি হাসান,অর্থ সম্পাদক সেলিম হোসেন, মাসুদ,নাইম, মামুন, মাসুদ প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)