বুধবার ● ৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান-ফটিকছড়ি মানুষের দুর্ভোগ কমাতে খাল খনন শুরু
রাউজান-ফটিকছড়ি মানুষের দুর্ভোগ কমাতে খাল খনন শুরু
স্টাফ রিপোর্টার :: দুই উপজেলার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে রাউজান উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন নোয়াজিষপুর এলাকার হাতিজোড়া খাল খনন এর কাজ শুরু হয়েছে। জানা গেছে, উপজেলার কয়েকটি খাল ভরাট হয়ে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় এলাকার কৃষকরা। তাদের কথা ও এলাকার দুর্ভোগ কমাতে নতুন করে খালটি খনন করা হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দ্রুত পানি নিস্কাসন বাধাগ্রস্থ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। অন্যদিকে শীত কালীন সবজি উৎপাদন করতে পানির সংকটে পড়ে কৃষকরা। এই খালটি দুই উপজেলার জন্য একটি গুরুত্বপূর্ণ খাল হিসবে পরিচিত। তাই এ দুই উপজেলার মানুষের কথা চিন্তা করে রাউজানের এমপি,এবিম ফজলে করিম চৌধুরী খাল খনন কাজের উদ্যোগ গ্রহণ করেন। খালটি খনন প্রকল্প কাজ পরিচালনা করছেন একটি ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এসএস কর্পোরেশন। খালটি খনন কাজে ব্যয় হচ্ছে প্রায় ২৫ লাখ টাকা। খনন করছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার নজরুল ইসলাম চৌধুরী ‘আলোকিত বাংলাদেশকে’ বলেন, খালটি নতুন করে খনন করা হচ্ছে, এতে ১০ফুট করে খালের পাড়, ১০ফুট করে খালের গভীরতা ও ৩০ফুট জায়গা নিয়ে এই গুরুত্বপূর্ণ খালটি খনন কাজ চলছে। আরোও জানা যায়, এছাড়াও শেষ হয়েছে অনেক গুলো ছোট বড় খাল খনন এর কাজ। আরোও অপেক্ষায় আছেন ১০/১২টি নতুন করে খাল খনন এর কাজ। কৃষি উৎপাদন বাড়াতে এ খাল গুলো খনন উদ্যোগ গ্রহণ করেন সাংসদ। এদিকে নোয়াজিষপুর হাতিজোড়া খালটি কাজ শেষ হলে রাউজান ও ফটিকছড়ি এ দুই উপজেলার মানুষের উপকৃত হবে। পাশাপাশি কৃষিজমি গুলোতে চাষাবাদ সৃষ্টি হবে।