বুধবার ● ৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামের গণসংবর্ধনা প্রধানমন্ত্রীকে উৎসর্গ করলেন বিপ্লব বড়ুয়া
চট্টগ্রামের গণসংবর্ধনা প্রধানমন্ত্রীকে উৎসর্গ করলেন বিপ্লব বড়ুয়া
চট্টগ্রাম :: কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ার পর ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা প্রধানমন্ত্রীকে উৎসর্গ করেছেন।
আজ বুধবার ৮ জানুয়ারি দুপুরে চট্টগ্রাম রেল স্টেশনে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শুরুতেই এ কথা বলেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের দপাতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি বলেন, রাজনীতিতে পদপদবী বড় বিষয় নয়, রাজনীতির সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষের আস্থা ও ভালবাসা অর্জন করা। সরকার ও দল পরিচালনার জন্য চট্টগ্রামের মানুষের মূল্যায়ন করেছেন প্রধানমন্ত্রী। জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের ৮ জনকে কেন্দ্রীয় আওয়ামী লীগে স্থান দিয়েছেন। চট্টগ্রামের মানুষ জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আওয়ামী লীগের নানা পরিকল্পনার কথা উল্লেখ করে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, জনগণের আস্থা অর্জনে আওয়ামী লীগ সফল হয়েছে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। কেউ যেন উন্নয়ন বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। সরকার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে জানিয়ে নির্ধারিত সময়ের আগেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে সকলের সহযোগিতা প্রয়োজন।
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আসার বেশ আগেই চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের অনেকে সংবর্ধনাস্থলে পৌঁছে গেছেন। বেলা দুইটায় সংবর্ধনার মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বেলা সাড়ে ১১টার পর থেকে মিছিল আসা শুরু হয়। পিকআপ নিয়ে মিছিল করে নেতা-কর্মীরা ঢুকে পড়েন। দুপুর সাড়ে ১ টার পর থেকেই সংবর্ধনাস্থলের আশপাশের রেল স্টেশন লোকে ভরপুর হয়ে যায়।
নিউমার্কেট ও টাইগারপাশ ছোট ছোট মিছিলে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড বহন করতে দেখা গেছে। এসব ব্যানারে বিপ্লব বড়ুয়ার ও প্রধানমন্ত্রীর প্রতিকৃঙ্হ কথা তুলে ধরা হয়েছে।
রেল স্টেশনে সংবর্ধণায় আয়োজিত এ সমাবেশ উপলক্ষে সিটি কলেজ,মহসিন কলেজ, বাকলিয়া কলেজ সহ নগরীর ৪৩ ওয়ার্ড আওয়ামী লীগের পরিবহনযোগে ও হেঁটে অসংখ্য নেতা-কর্মী, চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী ও সাধারণ জনগণ এই অনুষ্ঠানে উপস্থিত হন।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে গণসংবর্ধনা সভায় বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম।
উপস্থিত ছিলেন,দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ রশিদ, মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, সাতকানিয়া পৌর মেয়র ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জোবায়ের, সাবেক ছাত্রলীগ নেতা আরশেদুল আলম বাচ্চু প্রমুখ।