শুক্রবার ● ১০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন জোরদার করার ডাক দিলেন জননেতা সাইফুল হক
অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন জোরদার করার ডাক দিলেন জননেতা সাইফুল হক
ঢাকা :: আজ ১০ জানুয়ারি শুক্রবার বিকালে আশুলিয়ার শ্রীপুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত শ্রমিক সমাবেশে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন সরকার ও মালিকেরা শ্রমিকদেরকে কেবল উৎপাদন বাড়াতে বলে কিন্তু তাদের অধিকার দেয় না, শ্রমিকদের মানবিক ও গণতান্ত্রিক অধিকারের স্বীকৃতি দেয় না। দুঃখজনক হলেও সত্য যে সরকার ও মালিকশ্রেণি শ্রমিকশ্রেণীকে উৎপাদনযন্ত্রের বেশী কিছু মনে করে না। শ্রমিকদের বাঁচার ন্যায্য গণতান্ত্রিক আন্দোলনকে তারা ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে এবং পুলিশ ও মাস্তান লেলিয়ে দিয়ে যৌক্তিক আন্দোলন নস্যাৎ করতে তৎপর থাকে। তিনি বলেন, গার্মেন্টস শিল্পে এখনও ট্রেড ইউনিয়ন অধিকারের উপযুক্ত স্বীকৃতি নেই, অনেক কারখানায় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত হয়নি। বাঁচার মত ন্যায্য মজুরী না থাকায় শ্রমিক পরিবারের দূরাবস্থা চরমে উঠেছে। বিদ্যমান মজুরী দিয়ে শ্রমিকদের ১৫ দিন চলাও কঠিন। তিনি বলেন, ভোটের অধিকার না থাকায় শ্রমিকদের মূল্য আরো কমেছে, ভোটের অধিকার কেড়ে নেওয়ায় গরীব ও নিঃস্ব শ্রমিকেরা আরো নিঃস্ব হয়েছে।
তিনি বলেন, শ্রমিক-কৃষক- খেতমজুরসহ প্রত্যক্ষ উৎপাদকেরা না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ রক্ষা করা যাবে না। তিনি অনতিবিলম্বে শ্রমিকদের বছাচার মত মজুরী, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করে শ্রমিকদের মানবিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানান। তিনি বাঁচারদাবিতে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।
শ্রমিক নেতা অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরো বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ঢাকা মহানগর কমিটির সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, শ্রমিক নেতা নাইম খান, শরীফুল ইসলাম নেওয়াজ, ডা. মনোয়ার হোসেন, আরিফুল ইসলাম এবং গণতান্ত্রিক ধারার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে আকবর খান বলেন, শ্রমিকেরা বিভক্ত থাকলেই সরকার ও মালিকদের সুবিধা, সেজন্য শ্রমিকদের ঐক্যের পথে তারা নানা বাঁধা তৈরী করে। তিনি শ্রমিক আন্দোলনে বিভক্তি, দালালি ও সুবিধাবাদিতা পরিহার করে সংগ্রামী ধারার শ্রমিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান।