শুক্রবার ● ১০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শ্রদ্ধা নিবেদন
রাঙ্গুনিয়াতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শ্রদ্ধা নিবেদন
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।
আজ শুক্রবার ১০ জানুয়ারি বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়েশা আখতার, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সাদেকুর নুর সিকদার, পৌরসভার মেয়র আলহাজ্ব শাহাজান সিকদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সিদ্দিকী, মডেল থানার ওসি সাইফুল ইসলাম, উপজেলা কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী,সহকারী শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দীন, সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, মৎস কর্মকর্তা স্বপন চন্দ্র দে ও উপজেলা প্রকৌশলী কর্মকর্তা দিদারুল আলম প্রমুখ।
উল্লেখ্য, ১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে বিজয় অর্জনের পর ১৯৭২ সালের এই দিনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতে ফিরে আসেন। জীবন-মৃত্যুর কঠিন চ্যালেঞ্জের ভয়ঙ্কর অধ্যায় পার হয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে মহান এ নেতার প্রত্যাবর্তনের মাধ্যমে পূর্ণতা পায় মহান স্বাধীনতা সংগ্রামের বিজয়।