![মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/84227-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
শনিবার ● ১১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » গুনীজন » ভদন্ত শাসনতিলক বিমল জ্যোতি মহাস্থবির আর নেই
ভদন্ত শাসনতিলক বিমল জ্যোতি মহাস্থবির আর নেই
রাউজান :: রাংগুনিয়া উপজেলার কেন্দ্রীয় সৈয়দবাড়ী ধর্মচক্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শাসনতিলক বিমল জ্যােতি মহাস্থবির আর নেই … বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক শাসনতিলক উপাধিতে ভূষিত, বর্ষিয়ান সাংঘিক ব্যক্তিত্ব, রাংগুনিয়া বৌদ্ধ যুব পরিষদ সৈয়দবাড়ী শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, বহু প্রতিষ্ঠানের জনক, চট্টগ্রাম জেলার রাংগুনিয়া উপজেলার কেন্দ্রীয় সৈয়দবাড়ী ধর্মচক্র বৌদ্ধবিহার এর অধ্যক্ষ ভদন্ত শাসনতিলক বিমল জ্যোতি মহাস্থবির মহোদয় আজ শনিবার ১১ জানুয়ারি সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন।
ভদন্ত শাসন তিলক বিমল জ্যোতি মহাস্থবির মহোদয়ের মুত্যুর খবর ছড়িয়ে পড়লে রাংগুনিয়া সহ দেশ-বিদেশে থাকা বাংলাদেশী বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।