![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
শনিবার ● ১১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক র্যালি
মাটিরাঙ্গায় বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক র্যালি
মাটিরাঙ্গা প্রতিনিধি :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ১১ জানুয়ারি সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণিল সাজে শোভাযাত্রাটি মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ’র সভাপতিত্বে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) মো: খোরশেদ আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো:সামসুদ্দীন ভূইয়া , মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা ও মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. আবুল হাসেম প্রমুখ। আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা।
বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, “বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন” শিশু কিশোরদের অংশগ্রহনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মাটিরাঙ্গা উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ ,জনপ্রতিনিধি, শিক্ষক- সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা পৌর আওয়ামীলীগের সভাপতি মো: হারুন উর রশীদ ফরাজী, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: আলা উদ্দিন লিটন, মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি মো: আবুল হাশেম, মাটিরাঙ্গা পৌর সভার সদর ওয়ার্ডের কাউন্সিলর মো: শহিদুল ইসলাম ভূইঁয়া সোহাগ উপস্থিত ছিলেন।