রবিবার ● ১২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ৬ হাজার রোগী পেল বিনামূল্যে চিকিৎসা : বৃত্তি পেল ৪৭ শিক্ষার্থী
রাউজানে ৬ হাজার রোগী পেল বিনামূল্যে চিকিৎসা : বৃত্তি পেল ৪৭ শিক্ষার্থী
স্টাফ রিপোর্টার :: রাউজান নোয়াপাড়ায় আসলাম স্মৃতি ফাউন্ডেশনের ১৭ তম চিকিৎসাসেবা ও বার্ষিক অনুষ্ঠান গত শুক্র ও আজ শনিবার দিনব্যাপী ফাউন্ডেশন মাঠে সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী কর্মসূচিতে ছিল চক্ষু, খৎনা, দন্তরোগ চিকিৎসা, রক্তের গ্রপ নির্ণয়, কর্ণছেদন ও বৃত্তি প্রদান অনুষ্ঠান। চিকিৎসাসেবায় ছয় হাজার মানুষ চিকিৎসা নেয়। দেশের অর্ধশত বিশেষজ্ঞ চিকিৎসক এই সেবা দেন। অনুষ্ঠানের সমাপনি দিন গতকাল শনিবার দুপুরে ফাউন্ডেশন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে আয়েশা-আসলাম স্মৃতি বৃত্তি পরীক্ষায় বৃত্তি পাওয়া ৪৭ শিক্ষার্থীদের পুরস্কার ও বৃত্তি দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা : এস এম এম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শিক্ষক মুহাম্মদ আকতার হোসেনের সঞ্চালনায় অতিথি ছিলেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী এস এইচ এম মহসিন, স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শামসুল আলম, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ হারুন ইসলাম, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাফর আহমদ, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জামাল, মুহাম্মদীয়া সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবুল বশর, ছামিদর কোয়াং সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাফসির আহমদ, ব্যবসায়ী ইলিয়াছ হায়দার, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বদিউল আলম ভুঁইয়া, সমিরণ বড়ুয়া, প্রধান শিক্ষক আজাদ খান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক এসএম ইউসুফ উদ্দিন। উপস্থিত ছিলেন সমাজসেবক ফজল হক কোম্পানী, ওসমান সওদাগর, মনসুর আলম, প্রকৌশলী আনোয়ার আলম, ফাউন্ডেশনের ব্যবস্থাপক মুহাম্মদ জাবেদ প্রমুখ।