মঙ্গলবার ● ১৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » অধ্যক্ষ ফজলুল করিম বিশেষ সম্মানে ভূষিত
অধ্যক্ষ ফজলুল করিম বিশেষ সম্মানে ভূষিত
উখিয়া প্রতিনিধি :: কঠোর পরিশ্রম ও অদম্য চেষ্টায় প্রত্যন্ত অঞ্চলে কলেজ প্রতিষ্ঠা, উচ্চ শিক্ষার প্রসার ও সফল ব্যক্তিত্ব হিসেবে উখিয়া কলেজের প্রতিষ্ঠাতা..অধ্যক্ষ ফজলুল করিম আবারও বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন। উখিয়া সাহিত্য কুঠির ও কাব্যকথা সাহিত্য পরিষদের যৌথ উদ্যোগে ৪র্থ ‘পালং সাহিত্য উৎসবে’ এই সম্মাননা প্রদান করা হয়।
তিনি শুধু নিজেই শিক্ষিত হননি, পিছিয়ে পড়া জনগোষ্টিকে মানব সম্পদে পরিণত করতে অনুপ্রাণিত ও সহায়তা করেছেন। রেখেছেন অসামান্য অবদান।
অসুস্থতাজনিত কারণে ফজলুল করিম উৎসবে উপস্থিত থাকতে না পারায় আজ ১৪ জানুয়ারি উখিয়া কলেজে অধ্যক্ষের কার্যালয়ে তাঁকে সম্মাননা ও উত্তরীয় পরিয়ে দেন উখিয়া সাহিত্য কুঠিরের সভাপতি মাস্টার শাহ আলম।
এ সময় রাষ্ট্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আলী, ব্যবস্থাপনার বিভাগের চেয়ারম্যান শাহ আলম, বাংলা বিষয়ের প্রভাষক ছৈয়দ আকবার, হিসাব বিজ্ঞানের প্রভাষক অলক দাশ, ই.ইতিহাসের প্রভাষক নবী হোসাইন, প্রভাষক খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
পরে চট্টগ্রামের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লোকজগাঁথা ‘রে মর হায় হায়রে’ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। এর আগেও তিনি অসংখ্য সম্মাননা পেয়েছেন।