মঙ্গলবার ● ১৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলা » নানিয়াচরে আজ থেকে মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণ শুরু
নানিয়াচরে আজ থেকে মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণ শুরু
ক্রীড়া প্রতিনিধি :: জেলা ক্রীড়া অফিস রাঙামাটি পার্বত্য জেলা এর আয়োজনে আজ ১৪ জানুয়ারি মঙ্গলবার নানিয়ারচর উপজেলা সদরে অবস্থিত নানিয়ারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল ছাত্রদের অংশ গ্রহনে এক মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণ শুভ উদ্বোধনী মধ্য দিয়ে শূরু হয়েছে। প্রশিক্ষণে স্থানীয় নানিয়ারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় ও বেতছড়ি মজেনারেল উচ্চ বিদ্যালয়ের মোট ৩০ জন আগ্রহী ভলিবল প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেছ। নানিয়ারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমার সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণ শুভ উদ্বোধন করেছেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।
রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণের লক্ষ্য-উদ্দেশ্য সম্বন্ধে তুলে ধরেছেন। নানিয়ারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা,প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা ক্রীড়া অফিসার প্রশিক্ষণটির সফল কামনা করেন এবং যাবতীয় মাদকদ্রব্য ও সন্ত্রাসি কার্যকলাপ থেকে সম্পূর্ন মুক্ত রেখে পড়ালেখায় ও খেলাধূলায় সুন্দর জীবন চলার পথ সুগম করার জন্য তাঁদের বক্তব্যে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে উপদেশ দেন।বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ভলিবল প্রশিক্ষক কৃতিরাজ খীসা (ঝিনুক) এ মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণ প্রদান করবেন।