বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঘন কুয়াশায় ত্রিশালে ৩ বাস ও ২ ট্রাকের সংঘর্ষে নিহত-১ : আহত-৫
ঘন কুয়াশায় ত্রিশালে ৩ বাস ও ২ ট্রাকের সংঘর্ষে নিহত-১ : আহত-৫
ময়মনসিংহ প্রতিনিধি :: ঘন কুয়াশায় ময়ময়নসিংহের ত্রিশালের কাজির শিমলা এলাকায় তিন বাস ও দুই ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাস চালকের সহকারী আবুল হোসেনের (৪০) নিহত হয়েছে। নিহত আবুল হোসেনের (৪০) বাড়ি শেরপুর জেলায়। এ ঘটনায় আরো পাঁচজন আহত হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে ত্রিশাল উপজেলার কাজির শিমলা উচ্চবিদ্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনার পর মহাসড়কের একপাশে যানচলাচল বন্ধ হয়ে যায়।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মুনিম সারোয়ার জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজির শিমলা উচ্চবিদ্যালয়ের সামনে শেরপুর থেকে ছেড়ে আসা একটি বাস সামনের বালু ভর্তি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়, এসময় ওই বাসের পেছনে অপর আরেকটি বাস তার পেছনে অপর ট্রাক তার পেছনে আরো একটি বাসের ধাক্কা লাগে।
এতে শেরপুর থেকে ছেড়ে আসা বাস চালকের সহকারী আবুল হোসেনসহ ৬ যাত্রী গুরতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতালে ভর্তি করা হলে গুরুতর আহত বাস চালকের সহকারী আবুল হোসেন মারা যান। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে আরো জানান তিনি।
হালুয়াঘাটে ছেলের হাতে মা খুন
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের হালুয়াঘাটে বাড়িতে বসে মাছ কাটার সময় হাতের দা কেড়ে নিয়ে কুপিয়ে মা ফিরোজা খাতুন (৫০)কে হত্যা
করেছে তার ওরসজাত সন্তান সাদিকুল ইসলাম ছাব্বির (২৫)।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের ওটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর দ্রুত ঘাতক সাদিকুল ইসলাম ছাব্বির পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের ওটি গ্রামের সাবদুল হাই এর স্ত্রী ফিরোজা খাতুন নিজ বাড়িতে মাছ কাটার সময় বুধবার দুপুরের দিকে তার ওরসজাত সন্তান সাদিকুল ইসলাম ছাব্বির তার মায়ের হাতে থাকা মাছ কাটার দা কেড়ে নিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনসহ একাধিক ব্যক্তি জানায়, সাদিকুল ইসলাম ছাব্বির মানসিক ভারসাম্যহীন ছিল, দুপুরের দিকে মায়ের হাত থেকে দা কেড়ে নিয়ে হাতে ও মাথায় কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়।তারা দ্রুত অভিযুক্ত সাদিকুলের গ্রেফতার দাবি করেন।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ছেলের হাতে মা নিহতের খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করে নিহতের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে আর অভিযুক্ত সাদিকুলকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।