বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ছাত্রলীগ নেতার বাসা থেকে ২টি শটগ্যান ও তাজাগুলি উদ্ধার
ছাত্রলীগ নেতার বাসা থেকে ২টি শটগ্যান ও তাজাগুলি উদ্ধার
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে পুলিশের দ্বিতীয় দফার অভিযানে গ্রেফতার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাদিসুর রহমান মিলনের বাসা থেকে ২টি শটগ্যান ও ২ রাউন্ড তাজাগুলি উদ্ধার হয়েছে।
পুলিশ জানায়, এক ঠিকাদারের দায়ের করা চাঁদাবাজির মামলায় মঙ্গলবার রাতে শহরের ডাক্তারপট্টি এলাকায় মিলনের বাসায় অভিযান করলে প্রথম বার সে ১৫টি দেশিয় ধারালো অস্ত্রসসহ গ্রেফতার হয়। চাঁদাবাজির মামলায় অভিযুক্ত মিলন ছাড়াও পরে তার আরও ৫ সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। প্রথম বারের ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে বুধবার মিলনকে আদালতে সোপর্দ তুলে তিন দিনের রিমান্ডে আনে পুলিশ। বাকি আসামীদের আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এদিকে রিমান্ডে দেয়া স্বীকারোক্তিতে বুধবার রাতে মিলনকে সাথে নিয়ে পুলিশ দ্বিতীয় দফায় অভিযান করলে তার বাসায় লুকানো অবস্থায় এই তাজাগুলিসহ অগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মিলনের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানায়।
এ ব্যাপারে সদর থানার ওসি মো. খলিলুর রহমান জানান, তিনদিনের রিমান্ডে দেয়া স্বীকারোক্তিতে বুধবার রাতে মিলনকে সাথে নিয়ে দ্বিতীয় দফায় অভিযান করলে তার বাসায় লুকানো অবস্থায় ২টি শটগ্যান ও ২ রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় মিলনের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে বলেও ওসি জানায়।