বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে আগুনে পুড়ল বসত ঘর
রাউজানে আগুনে পুড়ল বসত ঘর
রাউজান :: চট্টগ্রামের রাউজানে আগুনে পুড়েছে এক বসত ঘর। আজ বৃহস্পতিবার ১৬ জানুয়ারী সকাল সাড়ে ১১টার সময় উপজেলার ৮নং কদলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফকির শাহ্ কাজীর বাড়ীতে চুলার থেকে আগুন লেগে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়। এতে প্রায় ২ লক্ষা টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ, আবদুল জব্বার সেই মৃত নুর আহম্মদ এর পুত্র। স্থানীয় লোকজন বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থালে গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে কাজে সহযোগিতা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে এর আগে সবকিছু পড়ে ছাই হয় যাই। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় চেয়ারম্যান তছলিম উদ্দিন।
কাপড়ের বিষাক্ত রং দিয়ে তৈরি হয় খাবার
রাউজান :: চট্টগ্রামের রাউজানে বিষাক্ত রং তৈরি হয় খাদ্যপণ্য। এসব খাবার দেখতে মনে হবে কোনো ভালো পরিবেশে তৈরি করা সুস্বাদু খাবার। কিন্তু এসব খাবার নেই কোন স্বাস্থ্যকর উপাদান। রাউজানে দিন দিন ভেজাল পণ্য সয়লাব হয়ে উঠছে খাবার বিক্রি প্রতিষ্ঠান গুলো। সাধারণ মানুষ জানতে না পেরে এসব পণ্য কিনে একদিকে যেমন প্রতারিত হচ্ছেন, তেমনি নানা রকম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। গত বুধবার (১৫-জানুয়ারী) বিকালে এক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। এ সময় উপজেলার পৌরসভার ফকিরহাট অভিযান পরিচালনা করলে কয়েকটি খাবার তৈরি কারা প্রতিষ্ঠানে মিলে নোংরা পরিবেশে ও খাপারে রং দিয়ে মিষ্টি, ভেজাল দইসহ নানা খাবার। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করাতে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
চুয়েট সমমনা কর্মকর্তা কল্যাণ ফোরামের সভা অনুষ্ঠিত
রাউজান :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সমমনা কর্মকর্তা কল্যাণ ফোরামের এক সভা ১৫ জানুয়ারি, তারিখে নতুন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও চুয়েটের উপ-বিভাগীয় প্রকৌশলী আমীন মো: মুসা। স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সাধারন সম্পাদক ও সহকারী রেজিস্ট্রার মো: ফজলুর রহমান। আর্থিক বিবরণী তুলে ধরেন কোষাধ্যক্ষ ও সহকারী রেজিস্ট্রার মো: মহিউদ্দিন। সভায় সার্বিক অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে গঠনমূলক ভূমিকা পালন করে যাওয়ার আহ্বান জানানো হয়। সভায় আরো বক্তব্য রাখেন ডেপুটি রেজিস্ট্রার নজরুল ইসলাম ও নাজনীন আক্তার, পিএস টু ভিসি মাহমুদুল হক খোন্দকার, সহকারী রেজিস্ট্রার এস.এম. মোখতারুল মোস্তফা টিপু ও মোহাম্মদ মঈন উদ্দীন আফসার, মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ শাহাবুদ্দিন, সহকারী প্রোগ্রামার সুদীপ তালুকদার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক প্রকৌশলী সৈয়দ মো: জিল্লুর রহমান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মোহাম্মদ সেলিমউল্লাহ, টেকনিক্যাল রঞ্জন বিশ্বাস, সহকারী প্রশাসনিক কর্মকর্তা অনুরাধা মল্লিক, অডিট অফিসার পংকজ বড়–য়া প্রমুখ।