শনিবার ● ১৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় আদিবাসী নেতৃবৃন্দের এ্যাডভোকেসী সভা
গাইবান্ধায় আদিবাসী নেতৃবৃন্দের এ্যাডভোকেসী সভা
গাইবান্ধা :: জনউদ্যোগ গাইবান্ধার আয়োজনে আজ শনিবার অবলম্বন মিলনায়তনে আদিবাসী নেতৃবৃন্দের সাথে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে এ্যাডভোকেসী সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলার সভাপতি মিহির ঘোষ, পরিবেশ আন্দোলন-গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহবায়ক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, প্রগতিশীল নাগরিক সমাবেশের সাধারণ সম্পাদক কৃষিবিদ সাদেকুল ইসলাম গোলাপ, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, এ্যাড. মুরাদুজ্জামান, গোলাম রব্বানী মুসা, মানবাধিকার কর্মী এ্যাড. শাহনেওয়াজ, জাফরুল ইসলাম প্রধান, অলিভিয়া মার্ডি, রোমেলা হেমব্রম, থমাস হেমব্রম, হাবিবুর রহমান, সুফল হেমব্রম প্রমুখ।
বক্তরা আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রাণালয় ও পৃথক ভূমি কমিশন গঠন, আদিবাসী সংস্কৃতি রক্ষায় উপজেলা পর্যায়ে আদিবাসী সাংস্কৃতিক একাডেমিক ভবন নির্মাণ, কোটা অনুযায়ী আদিবাসীদের চাকুরী নিশ্চিত করা, আদিবাসীদের উপর সকল প্রকার জুলুম, নির্যাতন, হত্যা ও ভুমি দখল বন্ধ করার জোর দাবী জানান।
গাইবান্ধায় ডাক্তার রানু ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান
গাইবান্ধা :: বিশিষ্ট চিকিৎসক ডাক্তার হোসেনে আরা রানুর মৃত্যু বার্ষিকী উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষা বৃত্তি ও শীতার্তদের কম্বল প্রদান করা হয়। তার জন্মস্থান গাইবান্ধার ফুলছড়ির উপজেলার নাপিতের হাটে শুক্রবার বিকেলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে ডাক্তার রানু ফাউন্ডেশন। অনুষ্ঠানে ২শ গরিব মানুষের কম্বল ও ৫ম শ্রেণির সমাপনি পরীক্ষায় স্থানীয় নাপিতের হাট মডেল প্রাথমিক বিদ্যালয়ের এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক্তার রানুর পরিবারের সদস্য এটিএম আলমগীর ও আব্দুর রউফ। অনুষ্ঠানে পরিবারের সদস্য বিশিষ্ট চিকিৎসক ডা. তাহেরা আখতার মনি উপস্থিত ছিলেন। শিক্ষা বৃত্তি ও কম্বল বিতরণ করেন মরহুম ডা. রানুর পিতা আব্দুল জোব্বার ও বড় ভাই আব্দুল হামিদ। এর আাগে স্থানীয় মসজিদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।