মঙ্গলবার ● ২৬ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » বনপা’র সদস্য তালিকায় যুক্ত হল ৩ টি নুতন নিউজ পোর্টাল
বনপা’র সদস্য তালিকায় যুক্ত হল ৩ টি নুতন নিউজ পোর্টাল
ষ্টাফ রিপোর্টার:: অনলাইন নিউজ পোর্টাল প্রকাশক ও সম্পাদকদের প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসেসিয়েশন (বনপা) এর কেন্দ্রীয় কমিটির কার্যক্রমের প্রতি আস্থাশীল হয়ে এবং আগামী দিন গুলিতে অনলাইন নিউজ পোর্টাল প্রকাশক ও সম্পাদকদের ভিতর রুপান্তরমুলক নেতৃত্ব গঠনে অধিকতর ভাবে অনলাইন নিউজ পোর্টাল গুলির প্রচার, প্রসার ও উন্নয়নের লক্ষে নিজেদের সম্পৃক্ত করতে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসেসিয়েশন (বনপা) এর সদস্য তালিকায় যুক্ত হল আরো তিনটি নুতন নিউজ পোর্টাল৷
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসেসিয়েশন (বনপা)’র সদস্য পদ লাভ করে রাউজান বার্তা টুয়েন্টিফোর ডটকম,জুমনিউজ ডটকম ও পিপলস ডেইলি নিউজ ডটকম৷
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসেসিয়েশন (বনপা)’র কেন্দ্রীয় কমিটির নিকট অনলাইনে সদস্য ফরম পুরণ করে এবং বনপা’র সকল সাংগঠনিক নিয়মনীতি মেনে সাধারন সদস্য (স্থায়ী) পদ পেল নিউজ পোর্টাল তিনটি৷
২৫ জানুয়ারী সোমবার রাঙামাটি শহরের অভিজাত হোটেলে বনপা’র কেন্দ্রীয় কমিটির পৰে রাউজান বার্তা টুয়েন্টিফোর ডটকম,জুমনিউজ ডটকম ও পিপলস ডেইলি নিউজ ডটকম এর প্রকাশক ও সম্পাদকদের হাতে প্রত্যায়ন পত্র তুলে দেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক ও বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসেসিয়েশন (বনপা) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্মল বড়ুয়া মিলন৷
রাউজান বার্তা টুয়েন্টিফোর ডটকম,জুমনিউজ ডটকম ও পিপলস ডেইলি নিউজ ডটকম এর সদস্য পদ প্রদান অনুষ্ঠানে কুষ্টিয়া থেকে অনলাইনে যোগদান করেন বিজয় নিউজ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসেসিয়েশন (বনপা)’র প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় কমিটির সভাপতি সামসুল আলম স্বপন৷ অনলাইন নিউজ পোর্টাল সংগঠনের নেতা সামসুল আলম স্বপন রাউজান বার্তা টুয়েন্টিফোর ডটকম,জুমনিউজ ডটকম ও পিপলস ডেইলি নিউজ ডটকম প্রকাশক ও সম্পাদকরা বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসেসিয়েশন (বনপা)’র সদস্য পদে নিজেদের যুক্ত করায় তাদের বনপা’র পক্ষ থেকে অভিনন্দন জানান৷
তিনি বলেন বর্তমানে দেশের ভাল ভাল নিউজ পোর্টাল এর প্রকাশক ও সম্পাদকরা বনপা’র সাথে আছেন তাই অনলাইন নিউজ পোর্টাল প্রকাশক ও সম্পাদকদের প্রাণ প্রিয় সংগঠন বনপা অচিরেই বাংলাদেশের অনলাইন জগতে মডেল হিসাবে কাজ করবে এবং আগামীতে বনপা আরো নুতন নুতন চমক নিয়ে আসবে৷ স্বপন আরো বলেন, অনলাইন নিউজ পোর্টাল গুলির সুবাদে দেশ ও বিদেশে যে কোন স্থানে বসে তত্ক্ষনিক ভাবে তৃণমুল পর্যায়ের সংবাদ,জাতীয় ও আন্তর্জতিক সংবাদ পাঠকরা বিনা মুল্যে জানতে পারছেন৷ সামসুল আলম বলেন, আমরা নিউজ পোর্টাল প্রকাশক ও সম্পাদকদের স্বার্থ নিয়ে কাজ করতে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসেসিয়েশন (বনপা) প্রতিষ্টা করেছি, অনলাইন সাংবাদিকদের স্বার্থ নিয়ে কাজ করতে বাংলাদেশ জাতীয় অনলাইন প্রেস ক্লাব গঠন করেছি এছাড়া অনলাইন ও অফলাইন সাংবাদিককের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকদের পরিবারের সদস্যদের সহযোগিতায় এবং সাংবাদিকদের উন্নয়ন কল্পে আমরা গঠন করেছি সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (সাকফা), যা ইতিমধ্যে সরকারের অনুমোদ লাভ করেছে৷ আগামী মার্চ ২০১৬ তে সারা বাংলাদেশের অনলাইন সাংবাদিকদের নিয়ে ঢাকায় জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সম্মেলন অনুষ্ঠিত হবে, তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমন্ত্রণ জানান৷
এসময় উপস্থিত ছিলেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর নিবাহী সম্পাদক ও রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সহ সভাপতি কাজী আব্দুর রউফ,রাউজান নিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক মীর আসলাম,রাউজান বার্তা টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক শফিউল আলম, রাউজান নিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও সম্পাদক কামরুল ইসলাম বাবু, রাউজান বার্তা টুয়েন্টিফোর ডটকম এর ব্যবস্থাপনা সম্পাদক শাহেদুর রহমান মোরশেদ, নিবাহী সম্পাদক নেজাম উদ্দিন রানা, পিপলস ডেইলি নিউজ ডটকম এর সম্পাদক ও রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন চৌধুরী ও জুমনিউজ ডটকম এর প্রকাশক ও সম্পাদক পরশ চাকমা প্রমুখ৷
আপলোড : ২৫ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১১.১০মিঃ