![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
শনিবার ● ১৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ইউপি ভবন উদ্বোধন করলেন স্থানীয় সরকার মন্ত্রী
রাউজানে ইউপি ভবন উদ্বোধন করলেন স্থানীয় সরকার মন্ত্রী
স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নের এক দৃষ্টিনন্দন নবনির্মিত নতুন ইউনিয়ন পরিষদের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার ১৮ জানূয়ারি সকালে প্রায় প্রায় কোটি টাকা ব্যয়ে এই একটি স্থানীয় দিঘীর পাড়ে এই এ ছাড়াও ওই এলাকার একটি বাজারে ৬ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক মার্কেট নির্মাণের ভিত্তি প্রস্তর এর উদ্বোধন করেন তিনি। পরে অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিক এক সম্মাননা ও মিলনমেলা অনুষ্ঠানে তিনি যোগ দেন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই এলাকার চেয়ারম্যান এম.সরোয়ার্দী সিকদার।
এতে প্রধান বক্তা ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবি.এম ফজলে করিম চৌধুরী। বক্তব্য রাখেন প্রকৌশলী সুশংকর চন্দ্র আচার্য্য, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ইয়াছমিন পারভিন ও উপজেলার চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল প্রমূখ।