রবিবার ● ১৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » প্রথম আলোর সম্পাদকসহ পত্রিকার ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
প্রথম আলোর সম্পাদকসহ পত্রিকার ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ রবিবার ১৯ জানুয়ারি এক বিবৃতিতে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও কথাসাহিত্যিক আনিসুল হকসহ পত্রিকার ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারীর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন এবং বলেছেন একটি দুঃখজনক ও অপ্রত্যাশিত ঘটনাকে ব্যবহার করে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সম্প্রতি ‘কিশোর আলোর’ অনুষ্ঠানে শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রথম আলোর সম্পাদক ও তার সহকর্মীদের বিরুদ্ধে এই গ্রেফতার ঘটনার উপযুক্ত ও কারও কোন অবহেলা থাকলে তা নিশ্চয় আইনের আওতায় আসবে। কিন্তু যে প্রক্রিয়ায় এই গ্রেফতার আদেশ জারী করা হয়েছে তাতে এই শঙ্কা ব্যক্ত করার যৌক্তিক কারণ রয়েছে যে, সমগ্র বিষয়টি উদ্দেশ্যমূলক ও পক্ষপাতদুষ্ট। তিনি বলেন, এই ঘটনা সংবাদপত্রসহ গণমাধ্যমের নিয়ন্ত্রণ, তার কন্ঠরোধ এবং স্বাধীন চিন্তা ও মতপ্রকাশের অবশিস্ট জায়গাটুকু আরো সীমিত করে দিচ্ছে কিনা সচেতন দেশবাসীর মধ্যে ইতিমধ্যে এইসব প্রশ্ন দেখা দিয়েছে। এই ধরনের অনাকাঙ্খিত ঘটনাসমূহ গণমাধ্যমকে নানাভাবে হয়রানি ও ভীতি প্রদর্শন, নিয়ন্ত্রণের কাজে লাগানো হচ্ছে কিনা নাগরিকদের মধ্যে এ ব্যাপারেও উৎকন্ঠা তৈরী হয়েছে।
বিবৃতিতে তিনি মামলা ও মামলার কার্যক্রম যাতে হয়রানিমূলক ও পক্ষপাতদুষ্ট এবং প্রথম আলোসহ গণমাধ্যম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ব্যবহৃত না হয় তা নিশ্চিত করার জন্য সরকার ও সংশ্লিষ্ট সংস্থার প্রতি আহ্বান জানান।