সোমবার ● ২০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » আড়াই ঘন্টার অবরোধে অচল রাউজান
আড়াই ঘন্টার অবরোধে অচল রাউজান
রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে মুনিরিয়া যুব তবলীগ কমিটি নিষিদ্বের দাবীতে ও ভন্ডপীর মুনিরুল্লাহকে গ্রেফতারের দাবীতে মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আজ ২০ জানুয়ারী সোমবার সকাল ১১টার দিকে উপজেলার গহিরা চৌমুহনী ও রাউজান সদরে রাউজানের সর্বস্তরের জনগণের উদ্যোগে বিশাল বিক্ষোভ সমাবেশে ভন্ডপীর বিরোধী সমাবেশে হাজার হাজার জনতা, আলেম-ওলেমা, আ’লীগের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে গত রবিবার ও এই প্রতিবাদ সমাবেশ হলে ওই সময়ে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন জনতা। এদিকে সোমবার চট্টগ্রাম-রাঙামাটি সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেন বিক্ষুদ্ধ জনতা। এ সময় মহা সড়কে হাজার হাজার গাড়ি আটকা পড়ে। বিশেষ করে রাঙামাটি খাগড়াছড়ি যাতায়াত করা মানুষ চরম দুর্ভোগে পড়েন। পরে দুপুরের দিকে উপজেলা প্রশাসনের অনুরোধে ১টার সময় মুনিরিয়া বিরোধী কর্মসূচী স্থগিত করা হয়। সাধারণ মানুষের জনদুর্ভোগ চিন্তা করে মুনিরিয়া বিরোধী আন্দোলনের প্রধান মূখপাত্র জমির উদ্দিন পারভেজ এ আন্দোলন স্থগিত ঘোষনা করেন। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ উপস্থিত হয়ে আন্দোলন কারীদের তিনি আশ্বাস দিয়ে বলেন, শান্তিপূর্ণ আন্দোলন সবার অধিকার। কিন্তু কেউ অন্যায় করলে প্রশাসন যথাযত ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি আরোও বলেন, মুনিরিয়া ব্যাপারে সরকারি সব সংস্থা অবগত আছেন। তিনি আন্দোলনকারী জনতাকে আহবান জানান। তার প্রতিশ্রুতি পর যান চলাচল স্বাভাবিক হয়।