সোমবার ● ২০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় » ৬৯’র গণঅভ্যুত্থানের শহীদ আসাদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
৬৯’র গণঅভ্যুত্থানের শহীদ আসাদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
ঢাকা :: আজ ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস। ৬৯’র এর মহান গণঅভ্যুত্থানের শহীদ আসাদের ৫১তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরে আসাদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, স্নিগ্ধা সুলতানা ইভা, পার্টির ঢাকা মহানগর কমিটির ইমরান হোসেন, জুনায়েত হোসেন, মহম্মদ রিয়েল প্রমুখ নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ করেন।
পুস্পস্তবক অর্পণের পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ৬৯’র ২০ জানুয়ারি আসাদের জন্মদানের মধ্য দিয়ে ছাত্র জনতার আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং পাকিস্তানি স্বৈরশাসকদেরকে পিছু হটতে বাধ্য করে।
৬৯’র এই গণঅভ্যুত্থানের পথ ধরে ১৯৭১’র স্বশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে। তিনি বলেন, শহীদ আসাদ সাম্যভিত্তিক যে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ও সমাজের স্বপ্ন দেখেছিলেন গত পাঁচ দশকে তা অর্জিত হয়নি; বরং বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে পরিচালিত করা হয়েছে। দেশকে ধনী-গরীবে বিভক্ত করে মুষ্টিমেয় অংশের কাছে সম্পদের পুঞ্জিভবন ঘটানো হচ্ছে। গত ৪৮ বছরে এদেশের সরকার ও শাসকগোষ্ঠি শহীদের রক্তের সাথে বেঈমানি করে জনগণের ফ্যাসিবাদী দুঃশাসন চাপিয়ে দিয়েছে, ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার হরণ করে দেশে এক নৈরাজ্যিক শাসন চালু হয়েছে। তিনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আসাদের মন্ত্রে উজ্জীবিত হয়ে বিদ্যমান দুঃশাসনের বিরুদ্ধে জনগণের সংগ্রামী ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।