মঙ্গলবার ● ২১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাষ্ট্রের উন্নতির জন্য পুলিশ কাজ করছে : ডিআইজি কামরুল আহসান
রাষ্ট্রের উন্নতির জন্য পুলিশ কাজ করছে : ডিআইজি কামরুল আহসান
স্টাফ রিপোর্টার :: সিলেট রেঞ্জ ডিআইজি মো. কামরুল আহসান বিপিএম-(বার) বলেছেন, শুধু আইনের মধ্যে থাকলে হবে না। আমরা সরকারের কিছু কাজকে এগিয়ে নিতে নিজে দায়িত্ববান হতে হবে। কমিউনিটি পুলিশ, ওপেন হাউজ ডে, প্রবাসী হেল্প ডেক্স, নারী ও শিশু ডেস্ক এর মাধ্যমে মানুষকে জরুরী সেবা দিয়ে যাচ্ছে পুলিশ। রাষ্ট্রের উন্নতির জন্য পুলিশ কাজ করে যাচ্ছে গোঠা দেশে। তিনি বলেন, ১৮৬১ সালের আইনে এখনও চলছে পুলিশ। সেই আইনের পরিবর্তন হচ্ছেনা। ডিজিটাল যুগে মানুষকে দ্রুত সেবা দিয়ে যাচ্ছে। তিনি আজ মঙ্গলবার ২১ জানুয়ারী বিশ্বনাথ থানা কমপাউন্ডে বিশ্বনাথ থানা পুলিশ আয়োজিত মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ ও বিরোধ নিষ্পত্তির জন্য সম্প্রসারিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে ও বিশ্বনাথ থানার (ওসি) তদন্ত রমা প্রসাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের সহকারী পুলিশ সুপার পদোন্নতী প্রাপ্ত পুলিশ সুপার ইমাম মোহাম্মদ শাদিদ, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম. নুনু মিয়া, সহকারী পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মো. শামীম মূসা। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছোটন মিয়া ও গীতাপাঠ করেন দেবব্রত বক্রবর্তী।
অন্যান্যের বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছয়ফুল হক, উল্লাহ, বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বিশ্বনাথ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমির আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, বিশ্বনাথ প্রেস ক্লাব সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল,
বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আহসান হাবিব নোয়াব আলী, ডাক্তার সানুর হোসাইন, তফজ্জুল আলী, তজম্মুল আলী, ফারুক মিয়া, জাতীয় পাটি নেতা জয়নাল আবেদীন, জয়নাল আহমদ মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. আশিক আলী, যুবলীগ নেতা জহুর আলী মেম্বার, রুহেল খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, বিশ্বনাথ নতুনবাজার বণিক সমিতির সভাপতি শামীম আহমদ, শ্রমিক নেতা হাবিবুর রহমান হাবিব, হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, যুবলীগ নেতা আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি শীতল বৈদ্য, সহ-সভাপতি পার্থ সারথি দাস পাপ্পু, পরিবেশ কর্মী মো. ফজল খান।
এসময় ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।