সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » বিনোদন » কাউখালীতে পথ নাটক
কাউখালীতে পথ নাটক
কাউখালী প্রতিনিধি :: শান্তি ও সম্প্রীতির বিষয়ে গণসচেতনতার উদ্দেশ্যে সিএইটচটিডিএফ -ইউ এন ডি পির সহযোগিতায় লোকেল ট্রাস্ট বিল্ডার্স এলায়েন্স রাঙামাটির আয়োজনে সকাল ১০ টায় কাউখালী উপজেলার পোয়া পাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক পথ নাটক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার আয়োজন করা হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যানf মংশিউ চৌধুরী(ধুমং) ৷ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মিস এ্যানি চাকমা(কৃপা) ৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিমায়ৈনন্তি এনজিও’ র নির্বাহী পরিচালক মিসেস টুকু তালুকদার,সিএইচটিডিপি-ইউএনডিপি’র টিম লিডার ঝুমা দেওয়ান,কাউখালী বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন, এইচএসডিও’র প্রধান নির্বাহী মোঃ কামরুজ্জামান,কাউখালী কলেজের প্রফেসর মোঃ আবদুল গফুর প্রমুখ ।
বক্তারা পথ নাটক শুরুর পুর্বে আলোচনা সভায় বলেন পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল ক্ষুদ্র জাতির মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য লোকেল ট্রাস্ট বিল্ডার্সের এই পথ নাটক,নাটক দেখে মানুষের মধ্যে সচেতনতা সৃস্টি হবে এই অঞ্চলের বসবাসরত জনঘোষ্ঠির মধ্যে সু সম্পর্ক তৈরী হবে বলে বক্তারা আলোচনা সভায় তাদের মতামত ব্যাক্ত করেন ৷
আলোচনা সভা শেষে, রাঙামাটি হতে আগত শিল্পী ঘোষ্ঠি কর্তৃক পথ নাটক ও নৃত্য পরিবেশন করা হয় ৷
আপলোড : ২৮ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৪.৩২ মিঃ