বুধবার ● ২২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ডাকাতি-স্বর্ণ ও টাকা লুট : আহত-২
বিশ্বনাথে ডাকাতি-স্বর্ণ ও টাকা লুট : আহত-২
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আনরপুর গ্রামের লন্ডন প্রবাসি ছালেক মিয়ার বাড়িতে এক দূর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতের আক্রমনে দুজন আহত হয়েছেন। আহতরা হলেন, হাফিজ ছাদিকুর রহমান ও সিদ্দেক আলী। ডাকাতরা ৪ ভরি স্বর্ণ ও ১৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
জানাযায়, আনরপুর গ্রামের লন্ডন প্রবাসি সালেক মিয়ার ছোট ভাই হাফিজ ছাদিকুর রহমান ও সিদ্দেক আলী গত ২/৩ দিন পূর্বে বিশ্বনাথের একটি ব্যাংক থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা উত্তোলন করে ঋন পরিশোধ করেন। টাকা উত্তোলনের এই খবর পেয়ে যায় ডাকাত দল। মঙ্গলবার রাত ৩ টার দিকে হাফপেন্ট পরা ৫/৬ জনের একদল ডাকাত বাড়ির বাউন্ডারির গেইটের তালা ভেঙ্গে প্রথমে বাড়িতে প্রবেশ করে এবং পরে বসত ঘরের গেইটের তালা ও কাঠের একটি বড় দরজা ভেঙ্গে ঘরে ডুকে সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি রুমে আটকিয়ে জমায়েত করে রাখে এবং টু শব্দ না করতে হুমকি দেয়। তখন মুখোশ পরা একজন ডাকাত তাদেরকে ব্যাংক থেকে উত্তোলনকৃত টাকা ও ঘরে থাকা ১০ ভরি স্বর্ণ বের করে দেয়ার হুমকি দেয়। অন্য ডাকাতরা ঘরের আলমিরার চাবি খুজতে থাকে। এক পর্যায়ে একজন ডাকাত সিদ্দেক আলীকে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। অন্যরাও মহিলাদের মারপিট শুরু করে আতংকের সৃষ্টি করে। এসময় নিরুপায় হয়ে প্রাণ বাঁচাতে ডাকাতদের হাতে চাবি দেয়া হয়। ডাকাতরা চাবি দিয়ে ওয়ার্ডড্রপের তালা খুলে ৪ ভরি স্বর্ণ ও নগদ ১৫ হাজার টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। ডাকাতরা এসময় আঞ্চলিক ভাষায় কথা-বার্তা বলেছে এবং তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হবে। এসময় হুড়াতা করে ডাকাতরা একটি কুড়াল, সাবল ও একটি স্ক্রু-ডাইভার ফেলে যায়। যাওয়ার সময় বলেছে পুলিশ কিংবা সাংবাদিকদের বিষয়টি জানালে পরবর্তীতে এসে পরিবারের সকলকে খুন করবে বলে হুমকি দেয়। এখন পুরো পরিবারটি আতংকে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ওসি শামিম মুসা বলেছেন, ঘটনার খবর পেয়েছি ব্যবস্থা নেয়া হবে।