মঙ্গলবার ● ২৬ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে দুস্থ্যদের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরনে পুলিশের বাধা
কালীগঞ্জে দুস্থ্যদের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরনে পুলিশের বাধা
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নের সোমবাজার এলাকায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায়, দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে থানা পুলিশের বাধায় অনুষ্ঠান পন্ড৷ পরে তার নিজ বাড়িতে অসহায়, দুস্থ্যদের মধ্যে ৫০০টি কম্বল বিতরণ করা হয়৷
২৬ জানুয়ারি মঙ্গলবার সকালে কালীগঞ্জ থানা বিএনপির উদ্দ্যোগে বর্তুল গ্রামের নিজ বাড়িতে দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি কেন্দ্রিয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন৷ এ সময় তিনি বলেন, আরাফাত রহমান কোকোর ১ম মৃত্যুবার্ষিকি উপলক্ষে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে বাধা দিয়ে অমানবিকতার পরিচয় দিয়েছেন থানা পুলিশ৷ মাইক, মিছিল, ব্যানার কিছুই নাই, এটা কোন রাজনৈতিক কর্মসুচী নয়, অসহায় মানুষের পাশে দাড়ানো আমাদের কি কোন অধিকার নেই৷
জানা যায়, কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নে সোম বাজার মালেক সুপার মার্কেটে সকাল ১০টায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরনের আয়োজন করা হয়েছিল৷ কিন্তু পুলিশ উপস্থিত হয়ে অনুষ্ঠান পন্ড করে দেয়৷ দু-ঘন্টা পরে ফজলুল হক মিলন তার নিজ বাড়িতে শীত বস্ত্র বিতরন করেন৷ এ সময় উপস্থিত ছিলে জেলা বিএনপির সহ সভাপতি হুমায়ুন মাষ্টার, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক খালেকুজ্জামান বাবলু, ফরিদ আহম্মেদ, নেছার আহম্মেদ নুহু, রফিকুল ইসলাম, ফজলুর রহমান আকন্দ, এড. নাজমুল হক চৌধুরী বিপস্নব, টঙ্গী সরকারী কলেজ ছাত্র সংসদের জিএস জিয়াউল হাসান স্বপন, শওকত আকবর, জাকির হোসেন প্রমুখ ৷ এছাড়াও বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
আপলোড : ২৬ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৯.২০মিঃ