বৃহস্পতিবার ● ২৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশীদের ধারাবাহিক হত্যাকান্ডে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশীদের ধারাবাহিক হত্যাকান্ডে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ ২৩ জানুয়ারি বৃহস্পাতিবার এক বিবৃতিতে সীমান্তে ভারতীয় নিরাপত্তা বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিকদের ধারাবাহিক হত্যাকান্ডে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন বাংলাদেশীদের এই হত্যাকান্ড কোন সৎ প্রতিবেশীর আচরণ হতে পারে না। কোন উস্কানী ছাড়া সাধারণ বাংলাদেশীদের এই বর্বরোচিত হত্যাকা- ভারতের আক্রমণাত্মক বাংলাদেশ বিরোধী বৈরী মানসিকতার বহিঃপ্রকাশ। কোন স্বাধীন সার্বভৌম দেশ এই ধরনের হত্যাকা- বরদাসত করতে পারে না। যখন বলা হচ্ছে- বাংলাদেশ-ভারত সম্পর্ক সর্বোচ্চ শিখরে থেকে বন্ধুত্বের সোনালী অধ্যায় পার করছে তখন বিএসএফ’র এসব হত্যাকান্ড বাস্তবে ভারতের আগ্রাসী চরিত্রকেই বারবার তুলে ধরছে। কোন বন্ধু রাষ্ট্র অপর বন্ধু রাষ্ট্রের নাগরিকদের বছরের পর বছর পাখীর মত গুলি করে মেরে ফেলতে পারে না। আজ ভোরে নওগাঁর পোরসা সীমান্তে তিন বাংলাদেশী এবং গতকালও লালমনিরহাটের হাতাবান্ধায় গোতামারী সীমান্তে বিএসএফ গুলি করে সুরুজ মিয়া (১৮ বছর) ও সুরুজ মিয়া (৩২ বছর) নামের দুই বাংলাদেশীকে হত্যা করেছে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বিএসএফ এর এই সহিংস তৎপরতায় গোটা সীমান্ত জুড়ে এক নিদারুন নিরাপত্তাহীনতা তৈরী করেছে; সাধারণ বাংলাদেশীদের জানমাল নিয়ে চরম উৎকন্ঠা তৈরী হয়েছে।
তিনি বলেন, বিজিবি ও বিএসএফ এর মধ্যকার সমঝোতা অনুযায়ী সীমান্তে হত্যাকান্ড শূন্যতে নামিয়ে আনার কথা বলা হয়। কিন্তু বিএসএফ বরাবরই তা ভঙ্গ করে আসছে এবং সীমান্ত সংক্রান্ত আন্তর্জাতিক বিধিবিধান লংঘন করে প্রায় প্রতি সপ্তাহে বাংলাদেশের মানুষকে হত্যা করছে। বস্তুত: বিএসএফ এর ঔদ্ধত্য ভারতের কর্তৃত্ববাদী শাসকদের ঔদ্ধ্যত্বেরই বহিঃপ্রকাশ।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ প্রতিষ্ঠানসমূহ এ পর্যন্ত বিএসএফ কর্তৃক বাংলাদেশীদের হত্যাকান্ডের বিরুদ্ধে কার্যকরি কোন পদক্ষেপ গ্রহণ করতে পারেনি; শক্ত প্রতিবাদ পর্যন্ত করতে পারছে না। বিজিবিও এসব সহিংস তৎপরতা বন্ধে আশানুরূপ ভূমিকা পালন করতে পারছে না। তিনি বলেন ভারতের প্রতি বাংলাদেশ সরকারের অনুগত নীতির কারণেই বিএসএফ বেপরোয়া ও চরম ঔদ্ধ্যত্যপূর্ণ আচরণ করে চলেছে। তিনি উল্লেখ করেন বিএসএফ নেপালসহ আর কোন প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে এরকম সহিংসতা দেখাতে পারছে না।
তিনি উল্লেখ করেন, সীমান্তে বাংলাদেশীদের হত্যাকান্ডের এহেন পরিস্থিতি কোনভাবেই চলতে দেয়া যায় না। তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এই হত্যাকান্ড বন্ধে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেবার আহ্বান জানান।
একই সাথে তিনি সীমান্তে বিএসএফ এর হত্যাকান্ড বন্ধ ও সীমান্ত অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত কররার দাবিতে দেশবাসীকে সোচ্চার হবারও আহ্বান জানান।