![মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/84227-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
শুক্রবার ● ২৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » রোহিঙ্গা গণহত্যা বন্ধে আইসিজে’র অন্তবর্তীকালীন আদেশ গুরুত্বপূর্ণ মাইলফলক : সাইফুল হক
রোহিঙ্গা গণহত্যা বন্ধে আইসিজে’র অন্তবর্তীকালীন আদেশ গুরুত্বপূর্ণ মাইলফলক : সাইফুল হক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মায়ানমারে রোহিঙ্গা গণহত্যা বন্ধে আইসিজে’র অন্তবর্তীকালীন আদেশে সন্তোষ ব্যক্ত করেছেন এবং বলেছেন এই আদেশ প্রদানের মধ্য দিয়ে রোহিঙ্গা গণহত্যা ও তাদের উপর বর্বরোচিত হামলা-আক্রমণের বিচারের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হল। এই আদেশের সূত্র ধরে পরবর্তীতে রোহিঙ্গা গণহত্যা বিচারের পথও কিছুটা উন্মুক্ত হলো। আদেশসমূহ যথাযথ কার্যকরি হলে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ প্রত্যাবসনের পথও তৈরী হবে। তিনি ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিজ (আইসিজে) এ গাম্বিয়ার ভূমিকার জন্য তাদেরকে অভিনন্দন জানান এবং বলেন গাম্বিয়া এই ক্ষেত্রে বাংলাদেশ ও রোহিঙ্গা জনগোষ্ঠির পরম বন্ধুর পরিচয় দিয়েছে।
আজ সকালে তিনি টাঙ্গাইলের ভুয়াপুরে পার্টির কর্মী সমাবেশে উপরোক্ত বক্তব্য রাখেন।
পার্টির প্রবীণ নেতা সাইফুদ্দিন তালুকদারের সভাপতিত্বে এই কর্মী সমাবেশে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, পার্টির টাঙ্গাইল জেলার নেতা ওয়াহিদুজ্জামান বকুল, মহম্মদ রুস্তম আলী, সামসুল আলম, কিসলু তালুকদার ও নার্গি সুলতানা প্রমুখ।
সভায় গৃহীত এক প্রস্তাবে বলা হয় এবারও কৃষক সরকারের নির্ধারিত ধানের ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। সভায় প্রকৃত কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয় করার দাবি জানানো হয়।