মঙ্গলবার ● ২৬ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সাংবাদিকদের দু’দিন ব্যাপী রিপোর্টিং প্রশিক্ষণ
গাজীপুরে সাংবাদিকদের দু’দিন ব্যাপী রিপোর্টিং প্রশিক্ষণ
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের শ্রীপরে কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের উদ্যোগে দু’দিন ব্যাপী শিশু ও নারী উন্নয়ন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে৷ উপজেলা পরিষদের কৃষি হলরুমে রবিবার ও সোমবার এ কর্মশালা পরিচালিত হয়৷
২৫ জানুয়ারি সোমবার দু’দিন ব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি)’র মহা পরিচালক মোঃ শাহ আলমগীর৷
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও প্রশিক্ষণ শিক্ষক ড. প্রদীপ কুমার পান্ডে, উপজেলা নির্বাহী অফিসার মো. মোসত্মাফিজুর রহমান, পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান প্রমূখ৷ প্রশিক্ষণে শ্রীপুরে কর্মরত ২৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন৷ প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি সনদপত্র বিতরণ করেন৷আপলোড : ২৬ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৯.৩৫মিঃ