![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
রবিবার ● ২৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে র্যাবের সঙ্গে ডাকাতের গুলিবিনিময় : নিহত ৩১ জেলে হত্যার মূল আসামি
চট্টগ্রামে র্যাবের সঙ্গে ডাকাতের গুলিবিনিময় : নিহত ৩১ জেলে হত্যার মূল আসামি
স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাণীগ্রাম লটমুণি পাহাড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একদল ডাকাত দলের সাথে র্যাব-৭ এর টহলদলের সাথে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
আজ ২৬ জানুয়ারি রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন সন্ত্রাসী ও জলদস্যু নিহত হয়েছে। নিহত মোরশেদ আলম (৩৫)।
এ বিষয় চট্টগ্রাম র্যাব-৭ সুত্রে জানা গেছে, নিহত সেই চাঞ্চল্যকর ৩১ জেলে হত্যা মামলাসহ বেশ কয়েকটি খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ দুই ডজন মামলার আসামী বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ চারটি আগ্নেয়াস্ত্র, ১৯ রাউন্ড গুলি এবং তিনটি দেশিয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।