রবিবার ● ২৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
গোবিন্দগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
গাইবান্ধা :: গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফাঁসিতলা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে প্রায় ৫০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়,উপজেলার কামারদহ ইউনিয়নের ঘোড়ামারা সড়কে মেসার্স কৃষি ভবন নামক বি, সি,আই,সি সার ডিলার,যমুনা ওয়েল কোম্পানীর ডিলার, কীট নাশক ও গ্যাস সিলিন্ডারের ডিলার প্রো: আবু কালাম এর ব্যবসা প্রতিষ্ঠানে গতকাল ২৫ জানুয়ারি শনিবার গভীর রাতে স্থানীয় লোকজন দাউদাউ করে আগুন জ্বলতে দেখে গোবিন্দগঞ্জ ফার্য়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও আগুনের লেলিহান শিখা বেশি থাকায় ততোক্ষনে প্রতিষ্ঠানের সমস্ত মূল্যবান মালামাল সার,কীট নাষক,ডিজেলসহ অন্যান্য মালামাল, ক্যাশে রক্ষিত টাকা, দোকানের হিসাবপত্রের খাতাও প্রয়োজনীয় কাগজপত্র, আসবাব পত্র, ব্যবসা প্রতিষ্ঠানের ঘরের টিন পুড়ে যায়। এঘটনায় ব্যবসায়ীর ভাতিজা মীম আকন্দ আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কামারদহ ইউপি চেয়ারম্যান ভিপি সৈয়দ শরিফুল ইসলাম রতন ইউপি সদস্য আব্দুল মজিদ ও ইউপি সদস্য রশিদুল ইসলাম ইরমকে সংঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার সাইদুর রহমান জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডে প্রায় ৮০ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।