মঙ্গলবার ● ২৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বাস উল্টে খাদে : নিহত-২ আহত-৪০
রাউজানে বাস উল্টে খাদে : নিহত-২ আহত-৪০
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে কাপ্তাই মহাসড়কের পাহাড়তলী বাজারের কালো বিজ্র নামক স্থানে চাকা এক্সেল ভেঙ্গে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হয় দুই জন। এই ঘটনায় কমপক্ষে ৪০ জনেরও বেশি নারী-পুরুষ আহত হয়। ২৮ জানুয়ারী) মঙ্গলবার সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে পাহাড়তলী এলাকার পিংক সিটি-২ এর পূর্ব পাশে। এসময় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয় লোকজন। দুঘটনার পর থেকে স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতায় সক্রিয় ছিল। এদের মধ্যে অনেকের অবস্থায় আশষ্কাজনক বলে জানা গেছে। এবিষয়ে ফায়ার সার্ভিস ও প্রাণে রক্ষা পাওয়া কয়েক জন যাত্রীর সাথে কথা বলে তারা জানায়, সকালে শহর থেকে যাত্রী নিয়ে (জ-৬০) নামে যাত্রাবাহী বাস চন্দ্রঘোনা উদ্দেশ্যে ছেড়ে আসে। পরে রাউজানের চট্টগ্রাম-কাপ্তাই সড়ক আসার পর সড়ক থেকে বাসটি ছিটকে পড়ে। এই দুঘর্টনার কারণে প্রায় তিন ঘন্টা ধরে যানচলা চল বন্ধ হয়ে পড়ে। এসময় মহাসড়কে সৃষ্টি হয় উভয় পাশে দুই কিলোমিটার জুড়ে যানজট। এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন স্থানীয় চেয়ারম্যান মো: রোকন উদ্দিন, তিনি ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনকে ঘটনার বিষয়টি জানায়। এই ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়ার জন্য সহায়তা নেন চুয়েট এর এ্যাম্বুলেন্স সার্ভিস এর। দুর্ঘটনায় স্থল থেকে বাসটি উদ্ধার করতে প্রথমে সহায়তা নেওয়া হয় সড়ক উন্নয়নের কাজে থাকা একটি ছোট স্কেলেভেটরের এই স্কেলেভেটার উদ্ধার কাজ করতে ব্যর্থ হলে পরে সর্বশেষ দুপুর দেড়টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আসা ২৫ টন বড় ক্ষমতা ক্রেনের সাহায্য গাড়িটি টেনে ওপরে তুলার পর নিহতদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনার কাজে উদ্ধার তৎপরতা চলে প্রায় দুই ঘন্টা। উদ্ধার কাজে যোগদের ৩টি ফায়ার সার্ভিস। উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী। রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ্ , চুয়েট ও নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির টিম।
এ বিষয়ে রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ্ বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় বাসের নিচে চাপা পড়ে দুই জন মারা যাই। এরা হল রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মো: আবদুল মালেকের স্ত্রী জাহানারা বেগম(৫৫)। ওই উপজেলার চন্দ্রঘোনা বনগ্রামের মো: ইমাম হোসেন(৩০)।