বুধবার ● ২৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রোয়াংছড়িতে অগ্নিকান্ডে ১টি বসত ঘর ও ৭টি দোকান ভস্মীভূত
রোয়াংছড়িতে অগ্নিকান্ডে ১টি বসত ঘর ও ৭টি দোকান ভস্মীভূত
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রোয়াংছড়ি বাজারে অগ্নিকান্ডে ১টি বসত ঘর ও ৭টি দোকান পুড়ে ছাই হয়েগেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, লানিংপ্রু মারমা, মো. রাসেল (ফারম মুরগি) দোকান, জাহাঙ্গীর আলম (টিন,সিমেন্ট), বাবলু বড়ুয়া (চাউল), খোকন বড়ুয়া (মুন্ডি) দোকান, থুইক্যঅং মারমা (কাঁচামাল) দোকান, ক্যসাইনু (লুছোঅং) মারমা (স্টেশনেরী ও লাইব্রেরী), গরাচিং মারমা (মুন্ডি)সহ ৭টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মো, রাসেলের মুরগির দোকানে ইলেক্ট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা বলেন, হঠাৎ করে মাঝ রাতে বাজারে আগুন লাগার খবর শুনে ফায়ার সার্ভিস কে খবর দিয়েছি। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এঘটনায় বাবলু বড়ুয়া, জাহাঙ্গীর আলম ও থুইক্যঅং মারমাসহ ক্ষতিগ্রস্তরা বলেন, ৭টি দোকানে ও একটি ঘরে নগদ টাকাসহ মালামালরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার উচিং মারমা বলেন, রোয়াংছড়ি বাজারে অগ্নিকা-ে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। প্রায় আধঘন্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে প্রাথমিক ভাবে কত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এখনো নির্ণয় করা যায়নি। পরে বিস্তারিত তথ্য বলা যাবে।
অগ্নিকান্ডের ঘটনা স্থলের রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান ও রংপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনাস্থলে পরিদর্শন করেন।