বৃহস্পতিবার ● ৩০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ভরাখালি ব্রিজের উদ্বোধন
বান্দরবানে ভরাখালি ব্রিজের উদ্বোধন
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ডের কারণে পার্বত্য চট্রগ্রামের চিত্র পাল্টে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
আজ বৃহস্পতিবার ৩০ জানুয়ারি সকালে বান্দরবানের উপ-শহর বালাঘাটা ১ নম্বর ওয়ার্ডের গোদার পাড় এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৬০ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়নকৃত ভরাখালি ব্রিজ উদ্বোধনের পরে জনসভায় তিনি এ মন্তব্য করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী রোয়াংছড়ির উপজেলার উদ্দেশ্যে রওনা করে দুপুর দেড় টায় রোয়াংছড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারের মধ্যে নাগত অর্থসহ ত্রান বিতরণ করেন।
ত্রান বিতরণের সময় বান্দরবান জেলা পরিষদ, উপজেলা পরিষদ, রোয়াংছড়ি উপজেলা আ. লীগ, বান্দরবান রেডক্রিসেন্ট ও ব্যক্তিগত উদ্যোগে রোয়াংছড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
পরে সেখান থেকে ফিরে বান্দরবান পৌর এলাকার কসাইপাড়া আবুল নগরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১৫ লক্ষ টাকা ব্যয়ে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।