বৃহস্পতিবার ● ৩০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে সরস্বতী পূজা সম্পন্ন
বিশ্বনাথে সরস্বতী পূজা সম্পন্ন
বিশ্বনাথ :: নানান আয়োজনে সিলেটের বিশ্বনাথে বিদ্যার দেবী সরস্বতী’র পূজা সম্পন্ন হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের, ব্যক্তিগত ও সামাজিক সংগঠনের উদ্যোগ সরস্বতী পূজার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে পূজার কার্যক্রম শুরু হয়। পূজা উপলক্ষ্যে বিভিন্ন মন্ডপে শিশুদের নিয়ে আয়োজন করা ভক্তিমূলক গান ও নৃত্যানুষ্ঠানসহ নানান প্রতিযোগীতা। বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয় পুরস্কার।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্বনাথের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া।
এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা শ্রমিক লীগের সাবেক কার্যকরী সভাপতি শংকর দাশ শংকু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন, সায়েদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, ছাত্রলীগ নেতা মারুফ আহমদ, জাকির হোসেন মামুন, এস এম জুয়েল, আবিদুর রহমান আবিদ, শিপন আহমদ, কয়েছ আহমদ প্রমুখ।
বিশ্বনাথে সরকারি কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে সরকারি কর্মচারী হয়ে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ২৭ জানুয়ারি বিকাল ৪টার সময় বিশ্বনাথ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অফিস সহায়ক বদরুল ইসলাম কাউকে না জানিয়ে এক পিকআপ গাছ কেটে ও আসবাবপত্রসহ নিয়ে যান। এতে ক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী।
অফিস সহায়ক বদরুল ইসলামের বিরুদ্ধে আরো অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় অনেকের সাথে কথা বলে জানা যায়, বদরুল ইসলাম রোগীদের ঔষধ বিতরণের নামে ২০/৫০ টাকা করে নিয়ে রোগীদের ঔষধ বিতরণ করেন। যে রোগী টাকা দিতে পারেন না, সেই রোগীকে ঔষধ দেওয়া হয় না। এর সাথে খারাপ আচরণ তো আছেই।
গাছ কাটার অভিযোগ এনে গত ২৯ জানুয়ারি বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিশ্বনাথ সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, বন বিভাগে লিখিত অভিযোগ করের স্থানীয় ছায়েদ মিয়া, ফয়জুল ইসলাম জয়, রইছ খান, আতর আলী, সুব্রত বৈদ্য, তাপস সহ অনেকে।
এব্যাপারে অভিযুক্ত বদরুল ইসলাম সাংবাদিকদের বলেন, মরা গাছের ঢাল দুইটি কেটে নিয়ে গেছি। আপনারা চাইলে ফিরিয়ে দিয়ে দিবো।
অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আব্দুর রহমান সাংবাদিকদের বলেন, এগুলো কাঠের গাছ নয়, আগাছা কেটে দেওয়া হয়েছে। আমি নিজে দেখেছি।