শুক্রবার ● ৩১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২
রাউজানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২
আমির হামজা.রাউজান ;: চট্টগ্রামের রাউজানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গতকাল ৩০ জানুয়ারী বৃহস্পতিবার উপজেলার ১৪নং বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট বাজারে ও চট্টগ্রাম শহরের পাহাড়তলী থানার সামনে দুর্ঘটনা দুটি ঘটে। প্রত্যক্ষদর্শী সুত্রে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ দিকে একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক বৃদ্ধা নিহত হয়। সেই পাঁচখাইন গ্রামের মৃত অনন্ত দাশের স্ত্রী নিহত রাজ বালা দাশ। অপরদিকে চট্টগ্রাম নগরী পাহাড়তলী থানার সামনে একটি ক্যাভার্ড ভ্যান চাপায় রাউজানে এক কাতার প্রবাসী নিহত হয়। সেই রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের পৃথে মোহাম্মাদ সিকদার বাড়ীর মৃত হাজী এনামুল হকের পুত্র শহীদুল্লাহ্ সিকদার(৩৮)। নিহত কাতার প্রবাসী শহীদুল্লাহ্ সিকদার আগামী ৭ ফেব্রুয়ারী প্রবাসে চলে যাওয়ার কথা ছিল। সেই দুই সন্তানের জনক বলে জানা গেছে। এছাড়াও নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া গেছে। এবিষয়ে রাউজান থানার ওসি কেপায়েক উল্লাহ্ বলেন, এসব ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি থানায়।
ভয়েস অব চট্টগ্রাম এর চট্টগ্রাম মহানগর কেন্দ্রিক কমিটি গঠিত
রাউজান :: গত ৩০ জানুয়ায়ারি, সন্ধ্যা ৬ ঘটিকায় স্থানীয় রেসতোরাঁয় সমাজসেবা মূলক পরিবেশবাদী, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন “ভয়েস অব চট্টগ্রাম” এর চট্টগ্রাম মহানগর কেন্দ্রিক কমিটি সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তরুণ ও প্রগতিশীল রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী’র অনুমোদনক্রমে সাব্বির চৌধুরী কে সভাপতি ও সাইফুদ্দিন সাইফ কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ঠ একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী ও সাংবাদিক সহ বিভিন্ন পেশার সংগঠকদের একত্রীভূত করা হয়েছে। সংগঠনটির সকল সদস্যবৃন্দ তাদের কার্যক্রম অতিশীঘ্রই শুরু করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
রাউজানে গ্রামে গ্রামে বাণী অর্চনা অনুষ্ঠান
রাউজান :: রাউজানের বিভিন্ন গ্রাম ও শিক্ষা প্রতিষ্ঠানে সনাতন ধর্মাবলম্বি শিক্ষার্থী ও লোকজনের আয়োজনে সরস্বতী পূজা (বাণী অর্চনা) পালিত হয়েছে। সম্প্রদায়ের লোকজনের বিশ্বাস সরস্বতী দেবী দান করে। এই বিশ্বাস থেকে হিন্দু ধর্মাবলম্বি শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান অঙ্গনে খোলা মাঠে দেবির মুর্তি সাজিয়ে ফুল দিয়ে জ্ঞান দানের প্রার্থনা করেছে। গ্রাম গুলোর মঠ মন্দিরে এ উপলক্ষে আয়োজন করেছে সরস্বতী পূজার, করেছে ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩০ জানুয়ারি বাণী অর্চনা বিশাল আয়োজন ছিল মধ্যম বিনাজুরী গ্রামে। এখানে সার্বজনীন দুর্গা মন্দিরে পূজা দানের পাশাপাশি হয়েছে ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ধর্মীয় বাণী অংকিত গেঞ্জি বিতরণ। ধর্মসভায় মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুধীর চন্দ্র চৌধুরীর সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক দোলন মহাজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাজল চৌধুরী, রবিন্দ্র লাল চৌধুরী, বাসুদেব শীল, রাজিব চৌধুরী প্রমুখ। বক্তব্য রাখেন সুজন চৌধুরী, শরণ কান্তি শীল, অজিত চৌধুরী, সঞ্জয় চৌধুরী। এখানে মধ্যম বিনাজুরী সঙ্গীত একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।