বুধবার ● ২৭ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » খেলা » বিশ্বনাথে রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
বিশ্বনাথে রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের প্রাচীন বিদ্যাপীঠ রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে ১০৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৬ জানুয়ারী মঙ্গলবার বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়৷ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি তজম্মুল আলীর সভাপতিত্বে ও শিক্ষক নাজমুল ইসলাম এবং আবদুল মোতালেব’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক৷
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যৰ সিরাজুল হক, উত্তর বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান হোসাইন, বিশ্বনাথ ইউপির সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক৷ স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবদুল আজিজ৷
এসময় উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটি সদস্য মজম্মিল আলী, শাহাবউদ্দিন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবদুল বারী, বিশ্বনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আহমদ, বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মহসিন আহমদ, নাজমুল ইসলাম, মামুন আহমদ, হুমায়ুন আহমদ, আবদুর রহিম, জিল্লুর রহমান, সাইফুল ইসলাম, সামছুল হুদা, ফয়জুল ইসলাম৷
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র মুক্তাদির রহমান এবং গীতা পাঠ করেন প্রথমা ভৌমিক অত ৷
আপলোড : ২৬ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১১.৩৫ মিঃ