রবিবার ● ২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে লটারীর মাধ্যমে মহিলা কর্মী নিয়োগ
আত্রাইয়ে লটারীর মাধ্যমে মহিলা কর্মী নিয়োগ
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উন্মুক্ত লটারীর মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় “পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষণ কর্মসূচী-৩ (আরইআরএমপি-৩) ” শীর্ষক প্রকল্পের অধীন আহসানগঞ্জ ইউনিয়নে দশ জন রক্ষনাবেক্ষণ মহিলা কর্মী নিয়োগ এবং দশ জন অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলা প্রাঙ্গনে প্রকৌশলী পারভেজ নেওয়াজ খানের সভাপতিত্বে উন্মুক্ত লটারীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক।এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ও মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন, সম্পাদক নাজমুল হোসেন সেন্টু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমুখ।
আত্রাইয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: সবাই মিলে হাত মেলাই নিরাপদ খাদ্য নিশ্চিত চাই শ্লোগানে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করা হয়েছে।
আজ রবিবার সকালে বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ইউএনও ছানাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক,ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল আলম দুলু, খাদ্য কর্মকর্তা নুরুন্নবী, ওসিএলএডি রিয়াজুল হক, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমুখ।