সোমবার ● ৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে ভুমি দস্যুদের হাত থেকে ভুমি উদ্ধারের দাবিতে স্মারক লিপি প্রদান
ঈশ্বরদীতে ভুমি দস্যুদের হাত থেকে ভুমি উদ্ধারের দাবিতে স্মারক লিপি প্রদান
বাপ্পি রায়হান,ঈশ্বরদী প্রতিনিধি :: ঈশ্বরদী পৌর এলাকার দরিনারিচা মৌজার ‘ক’ তশীল ভুক্ত অর্পিত এক একর ৬৬ শতাংশ জমি ভুমি দস্যুদের হাত থেকে উদ্ধারের দাবিতে ৪২ বছর ধরে লিজ নিয়ে বসবাসকারী তিন মুক্তিযোদ্ধা পরিবারসহ মোট উনিশ পরিবারের সদস্যরা ফুঁসে উঠেছেন। আজ সোমবার সকালে তারা ভূমি দস্যু গং কর্তৃক ভূঁয়া মালিক সাজিয়ে জাল দলিল করে জমি দখলের অপচেষ্টার বিরুদ্ধে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে ঈশ^রদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হানকে স্মারক লিপি প্রদান করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারক লিপি প্রদান করার পর বিক্ষোভকারীরা উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাসকেও বিষয়টি অবহিত করেন। বিক্ষোভকারীরা স্মারক লিপিতে উল্লেখ করেছেন উনিশ পরিবারের সদস্যরা ১৯৭৮ সাল থেকে লিজ নিয়ে বসবাস করে আসছেন। এরই মধ্যে ভূঁমি দস্যুরা ভূঁয়া মালিক সাজিয়ে গত ইংরেজী ১২/০৫/২০১১ ইং তারিখ ও ১৫/০৬/২০১১ ইং তারিখে ঈশ^রদী সাব-রেজিষ্ট্রি অফিস থেকে পৃথক দু’টি জাল ২৫৭২ ও ৩১৪১ নম্বর বিক্রয় কবলা দলিলে রেজিস্ট্রি করেন। উল্লেখ থাকে যে, উক্ত ভূঁমির মূল মালিক ১৭/০৪/১৯৪৭ সালে মৌলভী জোহাদুর রহিমের নিকট ২৭৫৭ নম্বর কবলা দলিল মূলে ভূঁমি বিক্রয় করেন। কিন্তু ২০১১ সালের জাল দলিল দু’টিতে দাতার জন্ম তারিখ ১১/০৪/১৯৪৭ দেখানো হয়েছে এবং বাংলাদেশ সরকার ২০০৬ সালে দলিল লেখার নতুন আইন প্রনয়ন করেন যে,২০০৬ সাল থেকে প্রত্যেক প্রকার দলিলে দাতা ও গ্রহিতার ছবি সংযুক্ত থাকার নির্দেশনা থাকলেও ২০১১ সালের জাল ২৫৭২ ও ৩১৪১ নম্বর বিক্রয় কবলা দলিলে দাতা ও গ্রহিতার কোন ছবি নেই।