সোমবার ● ৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » করোনা আপডেট » খাগড়াছড়িতে করোনা ভাইরাস সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে করোনা ভাইরাস সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে স্বাস্থ্য বিভাগের আয়োজনে চীনের উহান প্রদেশে আবিস্কৃত করোনা ভাইরাস (২০১৯-nCoV) সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে লেভেল করোনা ভাইরাস(২০১৯-nCoV) এর উপর অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খিসার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার রেজাউল করিম। এসময় অন্যান্যদের মধ্যে সরকারী কর্মকর্তা-কর্মচারী ও হাসপাতালের স্টাফরা উপস্থিত ছিলেন।
এসময় নতুন এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে জ্বর, শ্বাসকষ্ট, কাশির লক্ষণ থাকার কথা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, ভ্রমণের সময় বিশেষ করে চীন থেকে বাংলাদেশে ও বাংলাদেশ থেকে চীনে গেলে শ্বাসতন্ত্রের সংক্রমণ ঠেকানোর ব্যবস্থা নিতে হবে।
এক্ষেত্রে চারটি ব্যবস্থার পরামর্শ দেয়া হয়েছে-
১. আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে দুই হাত দূরে থাকতে হবে।
২. বার বার প্রয়োজন মতো সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। বিশেষ করে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে বা ভাইরাস ছড়িয়েছে এমন এলাকা ভ্রমণ করলে এই সতর্কতা নিতে হবে।
৩. জীবিত ও মৃত গবাদি পশু/ বন্য প্রাণী থেকে দূরে থাকতে হবে।
৪. ভ্রমণকারী আক্রান্ত হলে হাঁচি/কাশির সময় দূরত্ব বজায় রাখা, মুখ ঢেকে হাঁচি/কাশি দেয়া ও যেখানে সেখানে থুথু না ফেলা।
প্রেস নোটে জানানো হয়, এই ভাইরাস যেন বাংলাদেশে ছড়াতে না পারে তার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশে প্রবেশের সব পথে করোনা ভাইরাস স্ক্রিনিং কার্যক্রম নেয়া হয়েছে। সেই সঙ্গে কেউ জ্বর নিয়ে দেশে ঢুকছে কিনা তা সনাক্ত করতে শাহজালাল বিমানবন্দরসহ দেশের সাতটি প্রবেশ পথে ডিজিটাল থার্মাল স্ক্যানার দিয়ে ভ্রমণকারীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে।
এ ধরনের রোগীদের আলাদা করে চিকিৎসার জন্য তৈরি রাখা হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোয়ারেন্টাইন ওয়ার্ড ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড।