সোমবার ● ৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » বাম জোটের নতুন সমন্বয়ক বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ
বাম জোটের নতুন সমন্বয়ক বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ
ঢাকা :: বাম গণতান্ত্রিক জোটের নতুন সমন্বয়ক হয়েছেন বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ। জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভায় এসিদ্ধান্ত নেয়া হয়। তিনি আগামী ৪ মে পর্যন্ত বাম জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
আজ সোমবার সকালে তোপখানা রোডস্থ বাসদ (মার্কসবাদী) কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জোটের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় আরো বক্তব্য রাখেন সিপিবি’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের সম্পাদক মনির উদ্দিন পাপ্পু, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা ফখরুদ্দিন কবির আতিক, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক, বহ্নিশিখা জামালী, আকবর খান, আ.ক.ম. জহিরুল ইসলাম, বাচ্চু ভুইয়া ও শহীদুল ইসলাম সবুজ।
সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।