![রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার ঢাকায় গ্রেফতার](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/4869-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
মঙ্গলবার ● ৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক-২
চট্টগ্রামে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক-২
চট্টগ্রাম :: চট্টগ্রামের চল্লিশ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।
গতকাল ৩-ফেব্রুয়ারী সোমবার বিকালে চট্টগ্রাম মহানগরীরে কর্ণফুলী এলাকার শিকলবাহ চৌমুহনী থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজারে চকরিয়া এলাকার আবু মুছা পুত্র মো. রমিন(২৩), ও মীর আহমেদ এর পুত্র মো. খোরশেদ আলম(১৯)।
এই সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।