মঙ্গলবার ● ৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ক্যান্সার রোগীরা পেলেন সরকারি সহায়তা
আত্রাইয়ে ক্যান্সার রোগীরা পেলেন সরকারি সহায়তা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ২জন ক্যান্সার আক্রান্ত রোগিকে আজ ৫০ হাজার করে এক লাখ টাকা সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।
“ক্যান্সার, কিডনী, লিভার-সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগির আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদপ্তর এ সহায়তা প্রদান করেছে। এর মাধ্যমে আক্রান্ত রোগীর চিকিৎসার ব্যয়ভার বহনে এবং সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে তাদের এ সহায়তা করা হয়।
আর্থিক সহায়তাপ্রাপ্ত রোগীরা হলেন- উপজেলার মহাদিঘী গ্রামের মোঃ আব্দুস ছাত্তার প্রাং এর স্ত্রী রোকেয়া বেগম ও বিহারীপুর গ্রামের মন্নাফ প্রামানিক এর স্ত্রী ডলি বেগম।
আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে রোগী ও তাদের স্বজনদের হাতে চেক হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, মাঠ সংগঠক আনোয়ার হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতি মোঃ রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমূখ।
অনুষ্ঠানে সহায়তাপ্রাপ্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।