![মিরসরাইয়ে জামায়াত প্রার্থীর নাম ঘোষণা](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/421051-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
বুধবার ● ৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » অর্থনৈতিক দুর্নীতির দায়ে আব্দুল কাইয়ুম নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার
অর্থনৈতিক দুর্নীতির দায়ে আব্দুল কাইয়ুম নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার
সিলেট প্রতিনিধি :: ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মধ্যবর্তি ধুপড়িয়া বিলের জলমহালকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও অর্থনৈতিক দুর্নীতির দায়ে আব্দুল কাইয়ুম নামে এক ইউপি সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে।
গতকাল মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী রাতে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ তাকে চান্দপুর এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুল কাইয়ুম উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, ফেঞ্চুগঞ্জ থানা ও বালাগঞ্জ থানার যৌথ অংশে ধুপড়িয়া বিলের অবস্থান। যা স্থানীয় অনন্ত বিশ্বাস নামিয় ব্যক্তির লিজ নেওয়া ছিল। এ লিজের মেয়াদ ৩ বছর আগেই শেষ হয়েছে। জলমহালের বিভিন্ন খাল ডোবার পানি কৃষি কাজের জন্য উন্মুক্ত হলেও স্থানীয় দনারাম গ্রামের কিছু লোকজন খালের মধ্যে বাধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে মাছ ধরতে থাকে।
উল্লেখ্য, ধুপরিয়া গ্রুপ জলমহালের পক্ষে আদালতে মামলাও দায়ের করেছে। মামলা চলমান থাকা অবস্থায় উপরোক্ত স্থানে প্রভাব বিস্তার করে মাছ ধরে উত্তেজনা সৃষ্টি করা ও অর্থনৈতিক দুর্নীতির দায়ে পুলিশ তাকে গ্রেফতার করে।