বুধবার ● ৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » লুটপাট বন্ধ করে দেশ গড়ুন : মোমিন মেহেদী
লুটপাট বন্ধ করে দেশ গড়ুন : মোমিন মেহেদী
ঢাকা :: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, লুটপাট বন্ধ করে দেশ গড়ুন। তা না হলে লোভের ফাঁদে পড়ে এখন যে অন্যায় করছেন তার চরম খেসারত দিতে হবে। বাংলাদেশের মানুষ সবসময় অন্যায়কে ‘না’ বলেছে, আগামীতেও বলবে। বায়ান্নতে তারা বিজয় অর্জন করেছে, একাত্তরে বিজয় অর্জন করেছে, নব্বইতে স্ব্রৈাচারের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে; এখন যদি তারা রাজপরথে নামে, সকল অন্যায়ের বিরুদ্ধে এবারও বিজয় অর্জন করবে বলে আমরা-নতুনধারার রাজনীতিকরা মনে করি। আর তাই তিলতিল করে গড়ে তুলছি ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন।
আজ ৫ ফেব্রুয়ারি রাজধানীর তোপখানা রোডস্থ কার্যালয়ে ‘লুটপাটের রাচজনীতি থেকে উত্তরণ কিভাবে ?’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম মেম্বার কবি আলতাফ হোসেন রায়হান, সিনিয়র ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ ঠাকুর, মওলানা নূরে আলম সিদ্দিকী, সহ-সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার ও হুমায়ুন কবির প্রমুখ।