বৃহস্পতিবার ● ৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » ফেঞ্চুগঞ্জে দুর্নীতিবাজ ওসি’র বিরুদ্ধে মানববন্ধন স্থগিত : এলাকায় চরম উত্তেজনা
ফেঞ্চুগঞ্জে দুর্নীতিবাজ ওসি’র বিরুদ্ধে মানববন্ধন স্থগিত : এলাকায় চরম উত্তেজনা
ফেঞ্চুগঞ্জ :: ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক ও ১নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করা এবং ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান’র উপর অপবাদমূলক দুর্নীতি, ঘোষ, হয়রানির প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চানপুর বাজারে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছিল ফেঞ্চুগঞ্জ উপজেলা এলাকাবাসীর ব্যানারে।
গতকাল বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত অবদি ফেইসবুক সহ বিভিন্ন মাধ্যমে মানববন্ধনের ব্যানার প্রচার করে বিভিন্ন মহল।
উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের অনুরোধে মানববন্ধন কর্মসূচি স্থগিতের ঘোষণা করা হয়েছে বলে জানা যায়।
এব্যাপারে ফেঞ্চুগঞ্জের সাংবাদিকদের স্থগিতের বিষয়ে বা মাইকিং করে জানানো হয়নি। মানববন্ধন স্থগিত করায় ফেঞ্চুগঞ্জের সাধারণ মানুষ ও দলীয় নেতৃবৃন্দ ক্ষুব্ধ জানা যায়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ’র কার্যকরী কমিটির সদস্য ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগ’র সহ সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমীন রুহেল বলেন, ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান’র দুর্নীতি, ঘোষ, হয়রানি ও অনিয়মের বিরুদ্ধে আজকের এই মানববন্ধন কর্মসুচী ফেঞ্চুগঞ্জ উপজেলা ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ’র অনুরোধে সাময়িক স্থগিত করা হয়েছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ’র সভাপতি শওকত আলী বলেন, আমাদের অভিভাবক মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি মহোদয় এলাকার সাধারন মানুষদের শান্তি চান, আমরাও শান্তি চাই। এমপি মহোদয় দেশে আসার পর বিষয়টা সর্বস্তরের মানুষদেরকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে মিমাংসা করা হবে বলে এলাকাবাসীকে জানাই। সাথে সাথে আন্দোলনকারীরা আমাদের কথাগুলো সম্মান দিয়ে মানববন্ধন কর্মসুচী ঘোষনা স্থগিত করেছে। আপনার ডটকম’র মাধ্যমে ফেঞ্চুগঞ্জ উপজেলার এলাকাবাসীকে ধন্যবাদ জানাই।