শুক্রবার ● ৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » বাউলদের উপর নিপীড়ন অসাম্প্রদায়িক সংস্কৃতির উপর নিপীড়নের সামিল : সাইফুল হক
বাউলদের উপর নিপীড়ন অসাম্প্রদায়িক সংস্কৃতির উপর নিপীড়নের সামিল : সাইফুল হক
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, রাজনীতির বর্তমান বন্ধ্যা কৃষ্ণপঞ্জে গণসাংস্কৃতিক আন্দোলন পথ দেখাতে পারে, ভয়কে জয় করতে পারে; কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে মানুষের গণতান্ত্রিক আকাঙ্খা আর শোষণমুক্তির স্বপ্নকে ধারণ করতে পারে। তিনি বলেন, গণমানুষ আজ বঞ্চি, নিগৃহীত, অপমানিত, অধিকার হারা। প্রচলিত রাজনীতি মুক্তিপাগল নিপীড়িত-নির্যাতিত মানুষের পুঞ্জিভূত বেদনা আর ক্ষোভকে ভাষা দিতে পারছে না। পরিবর্তনকামী গণসাংস্কৃতিক আন্দোলন আপামর জনগণের এই আকাঙ্খা আর আকুতিকে ভাষা দিতে পারে। তিনি বলেন, শাসকদের ক্ষমতায় থাকার রাজনৈতিক সমীকরণের করণে মুক্তিযুদ্ধের সাম্যভিত্তিক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা ও সংস্কৃতি আজ নানাদিক থেকে কোনঠাসা, সমাজে দাপিয়ে বেড়ানোর সুযোগ করে দেয়া হয়েছে কুপমন্ডুক ‘প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক সংস্কৃতিকে; ভোগবাদী কর্পোরেট সাংস্কৃতিক অপতৎপরতাকে।
তিনি বলেন, ক্ষমতাসীনদের পরোক্ষ মদদেই আমাদের অসাম্প্রদায়িক উৎসব-ঐতিহ্যের বিরুদ্ধে আক্রমন বিস্তৃত হয়েছে; হাজার বছরের লোকজ সংস্কৃতি, অসাম্প্রদায়িক বাউল সম্প্রদায়সহ মানবপ্রেমী জনগোষ্ঠির বিরুদ্ধে নানাধরনের হয়রানি ও নিপীড়ন চলছে। এসব আক্রমন অসাম্প্রদায়িক সংস্কৃতির উপর নিপীড়নের সামিল।
তিনি এসব অশুভ তৎপরতার বিরুদ্ধে গণমানুষের সামষ্টিক কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠায় গণসাংস্কৃতিক অভিযান জোরদার করতে সাংস্কৃতিক আন্দোলনের সংগঠকদের প্রতি আহ্বান জানান।
আজ ৭ ফেব্রয়ারি শুক্রবার বিকালে সংহতি সংস্কৃতি সংসদের কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সংহতি সংস্কৃতি সংসদের আহ্বায়ক এ্যাপোলো জামালী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরো বক্তব্য রাখেন বহ্নিশিখা জামালী, কাজল মেহমুদ, মো. মানিক, আকবর খান, মো. জাহাঙ্গীর, রফিকুল ইসলাম বাবলু, আখতার হোসেন, রাশিদা বেগম, মোজাম্মেল হক, জোছনা আক্তার, এ.বি সিদ্দিক, শরীফ হোসেন, শাহীনুর আক্তার, শাওন মাহমুদ, তিথি সুবর্না, জুলফিকার আলী প্রমুখ।
সভায় আগামী ১৪ ফেব্রুযারি শুক্রবার সংগঠনের ৩য় কেন্দ্রীয় সম্মেলন সফল করার আহ্বান জানানো হয়। সভায় সম্মেলনের যাবতীয় প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
১৪ ফেব্রুয়ারি সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এরপর র্যালী অনুষ্ঠিত হবে। বিকালে সংহতি মিলনায়তনে সংগঠনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।