শনিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » আগামীকাল রাউজানে গোবিন্দ ঠাকুরের বার্ষিক স্মৃতি সভা
আগামীকাল রাউজানে গোবিন্দ ঠাকুরের বার্ষিক স্মৃতি সভা
রাউজান :: প্রতি বছরের মতো এবারও চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের ইদিলপুর শাক্যমুনি বিহারে আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি রবি ও সোমবার সিদ্ধ মহাপুরুষ গোবিন্দ ঠাকুরের বার্ষিক স্মৃতি সভা ও প্রয়াত বিহার অধ্যক্ষ ভদন্ত বোধিশ্রী মহাথের মহোদয়ের স্মরণে অষ্টপরিষ্কার দান সহ সংঘদান সদ্ধর্মানুষ্ঠান ও মাঘী পূর্ণিমা মেলা মহোৎসবের আয়োজন করা হয়েছে।
৯ ফেব্রুয়ারি রবিবার রাউজান উপজেলার ঐতিহ্যবাহী ইদিলপুর গ্রামে দিনব্যাপী অনুষ্ঠান মালায় পালিত হবে। অনুষ্ঠান মালার মধ্যে সকাল ৬ ঘটিকায় সূত্রপাঠ এবং ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল ৮ ঘটিকায় বুদ্ধ পূজা, সকাল ১০ ঘটিকায় সংঘদান, সকাল ১১টা ৩০ মিনিটে ভিক্ষু সংঘের পিণ্ডদান । দুপুর ১২ টায় অতিথি আপ্যায়ন।
বিকালে বেলা সাজানো হয়েছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান দিয়ে , সন্ধ্যায় রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
১০ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠান মালার মধ্যে ইদিলপুর মৈত্রী পরিষদের পঞ্চম বর্ষপূর্তি ও বৃত্তি প্রদান অনুষ্ঠান, গোবিন্দ ঠাকুরের স্মৃতি সভা ও মাঘী পূর্ণিমার তাৎপর্য নিয়ে আলোচনা সভা। রাত ৮ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মহতি পূণ্যানুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ সভাপতি ইদিলপুর শাক্যমুনি বিহারের অধ্যক্ষ ভদন্ত বিমলানন্দ মহাথের।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইমাম গজ্জালি কলেজের পালি বিভাগের প্রধান অধ্যাপক বিপুলানন্দ মহাথের।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পশ্চিম আঁধারমানিক শান্তি নিকেতন বিহারের অধ্যক্ষ ভদন্ত শাসনাপ্রিয় মহাথের ও উত্তর গুজরা ধর্মচক্র বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘানন্দ মহাথের।
বিশেষ জ্ঞাতি হিসাবে উপস্থিত থাকবেন সদ্ধর্মশোভন দেবশ্রী মহাথের সহ আরো বহু প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘ উপস্থিত থাকবেন।