শনিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক » বিপদে পড়া মানুষের দিকে সাহায্যের হাত বাড়ানো ওরাংওটাংয়ের সেই ভিডিও ভাইরাল
বিপদে পড়া মানুষের দিকে সাহায্যের হাত বাড়ানো ওরাংওটাংয়ের সেই ভিডিও ভাইরাল
নদীর পাশে ঝোপের মধ্যে বুক পর্যন্ত কাদায় আটকে পড়ে আছে এক ব্যক্তি। তাকে উদ্ধারের জন্য ঝোপে দাঁড়িয়ে আছে একটি ওরাংওটাং। হঠাৎ নদীর দিকে পুরো ঝুঁকে পড়ে ওই ব্যক্তির দিকে হাত বাড়িয়ে দিয়েছে সে। বিপদে পড়া মানুষের দিকে সাহায্যের হাত বাড়ানো ওরাংওটাংয়ের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়।
জানা গেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ বোর্নিও দ্বীপের সংরক্ষিত অরণ্য থেকে ছবিটি তুলেছেন অনিল প্রভাকর নামের এক ব্যক্তি। বন্ধুর সঙ্গে সাফারিতে গিয়ে এই ছবি তুলেছেন তিনি।
বোর্নিও ওরাং ওটাং সারভাইভাল ফাউন্ডেশনের ফেসবুক পেজ থেকে বৃহস্পতিবার শেয়ার করা হয়েছে এই ভিডিও। ওরাংওটাংয়ের মানবিকতা মুগ্ধ হয়েছেন সবাই। তবে ওরাং ওটাং সাহায্যের হাত বাড়ালেও বিপদে পড়া ব্যক্তি তার হাত ধরেননি বলে জানিয়েছেন অনিল। বন্যপ্রাণী বলেই নাকি ওরাংওটাংয়ের হাত ধরেননি ওই ব্যক্তি।
বিস্তারিত দেখতে ক্লিক করুন : https://www.facebook.com/bosfuk/posts/2733747526711499:0