রবিবার ● ৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফিল্মীষ্টাইলে মাদ্রাসা ছাত্রীকে তুলে নেয়া চেষ্টা : গ্রেফতার-১০
ফিল্মীষ্টাইলে মাদ্রাসা ছাত্রীকে তুলে নেয়া চেষ্টা : গ্রেফতার-১০
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের হালুয়াঘাটে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ফিল্মীষ্টাইলে এক মাদ্রাসা ছাত্রী(১৪)কে নিজ বাড়ি থেকে তুলে নেয়ার চেষ্টাকালে এলাকাবাসি বখাটে শাকিল(২১)সহ তার ১০ সহযোগীকে আটক করে ৯৯৯ নাম্বারে কল দেয়ার পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে অপহরণকারীদের গ্রেফতার করেছে ।
আজ রবিবার ৯ ফেব্রুয়ারি সকালে গ্রেফতারকৃতদের ময়মনসিংহ আদালতে প্রেরন করা হয়েছে বলেও পুলিশ জানায়। তার আগে শনিবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের বিষমপুর গ্রামে ফিল্মীষ্টাইলে অপহরণের চেষ্টার এ ঘটনাটি ঘটে।ভিকটিম শিক্ষার্থী উপজেলার বিষমপুর মিফতাহুল উলূম মহিলা মাদরাসা নবম শ্রেণির শিক্ষার্থী।
পরে এ ঘটনায় ভিকটিম শিক্ষার্থীর বাবা হরমুজ আলী বাদী হয়ে হালুয়াঘাট থানায় অপহরণের অভিযোগে শনিবার রাতেই থানায় একটি মামলা (যাহার নং-১১)দায়ের করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর পরই হালুয়াঘাট উপজেলার বিষমপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে বখাটে শাকিল (২১) তার সঙ্গীয় ফুলপুর উপজেলার পশ্চিম ইমাদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম ও আবুল সরকারের ছেলে মিজানুর রহমান দিপু, কাজিয়াকান্দা গ্রামের আকিকুল ইসলামের ছেলে রাতুল ইসলাম, গোদারিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে মোনাদজেল আল মাহী, হারুন অর রশিদের ছেলে আওলাদ, হুছাইন মাহমুদের ছেলে নয়ন মিয়া, নজরুল ইসলামের ছেলে শাহাজাহান স¤্রাট, আকরাম হোসেনের ছেলে সাহাব এবং পাইকপাড়া গ্রামের আঃ হালিমের ছেলে আশিক মোটরসাইকেল যোগে এসে ভিকটিমকে নিজ বাড়ী থেকে টেনে হিচড়ে অপহরণ করে মোটরসাইকেলে উঠানোর চেষ্টাকালে তার (শিক্ষার্থীর) ডাক-চিৎকারে নানা হাজী মোস্তাক আহমেদ নাসিমসহ এলাকাবাসি ঘেরাও করে ৪টি মোটরসাইকেলসহ অপহরণকারীদের আটক করে। এসময় ৯৯৯ (জাতীয় জরুরী সেবা) নাম্বারে কল করলে হালুয়াঘাট থানা পুলিশ সংবাদ পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক ও উপ-পুলিশ পরির্দশক মোহাম্মদ মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল উপস্থিত হয়ে অপহরণকারীদের তাৎক্ষণিক গ্রেফতার করেন।
ওই কিশোরী জানায়, মাদ্রাসায় যাওয়া আসার পথে বখাটে শাকিল আমাকে দীর্ঘদিন যাবত উত্যক্ত করার পাশাপাশি প্রেমের প্রস্তাব দিত। তার প্রস্তাবে রাজি না হওয়াতেই আমাকে বাড়ি থেকে তুলে নেয়ার চেষ্টা করে।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার দাস বলেন, ৯৯৯ কল পাওয়ার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০ অপহরণকারীকে গ্রেফতারসহ ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়। ঘটনার সময় মোঃ শাকিল আহমেদ তার বন্ধুদের নিয়ে সাতটি মোটরসাইকেলসহ তেরো-চৌদ্দ জনের একটি দল নিয়ে ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তাকে টানাহেঁচড়া করে মোটরসাইকেলে তোলার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীর ডাক-চিৎকারে গ্রামের লোকজন এসে চারটি মোটরসাইকেলসহ ১০ অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়। বাকী আসামীরা পালিয়ে গেছে। পরে স্থানীয়রা ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ ঘটনায় মামলা দায়ের করার পর আটকৃতদের গ্রেফতার দেখিয়ে রোববার (০৯ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ আদালতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।