বুধবার ● ২৭ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে শিক্ষা উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক সামসুল আরেফিন
রাঙামাটিতে শিক্ষা উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক সামসুল আরেফিন
ষ্টাফ রিপোর্টার:: রাঙামাটি শহরে বুধবার ২৭ জানুয়ারী দক্ষিণ বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক সামসুল আরেফিন৷ ২০১৫-২০১৬ অর্থ বছরে বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়৷ রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধক জেলা প্রশাসক সামসুল আরেফিন গুনগতমানের তিনশত ছাত্র ছাত্রীর হাতে একটি করে রাঙামাটি পার্বত্য জেলায় স্থানীয় ভাবে সরবারাহকৃত ছাবা ব্যাগ এন্ড হ্যান্ডি ক্র্যাফ্ট এর তৈরী স্কুলব্যাগ তুলে দেন সেই সাথে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে মিষ্টি বিতরন করেন৷
এসময় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা জামান, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ নাজমুল ইসলাম, রাঙামাটি জেলা শিক্ষা কর্মকর্তা ত্রিরত্ন চাকমা,রাঙামাটি পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান বাবু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিকা চাকমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি ফজলে এলাহী, পিটিও সভাপতি মোঃ ছাবের হোসেন, বিদ্যালয়ের শিক্ষক, অভিবাবক , স্কুলের ছাত্রছাত্রী ও সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন৷
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম মনির উদ্দিন৷
উল্লেখ্য, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ফজলে এলাহী কমিটি ও এলাকাবাসির পক্ষ থেকে দক্ষিণ বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নামটি পরিবর্তন করে এডিসি হিল সরকারী প্রাথমিক বিদ্যালয় নাম করণের দাবি জানান,কারণ বিদ্যালয়ের নাম দক্ষিণ বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় হলেও এই বিদ্যালয়ে বালক বালিকা উভয়ে লেখা পড়া করে৷
শিক্ষা উপকরণ বিতরণ শেষে জেলা প্রশাসক সামসুল আরেফিন দক্ষিণ বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো গুলি ঘুরে দেখেন৷
আপলোড : ২৭ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.০০মিঃ