বুধবার ● ২৭ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » সাড়ে ৪মাস শ্রেণী শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার পর রাঙামাটি সরকারী কলেজের শ্রেণী কার্যক্রম ৩০ জানুয়ারী শুরু হচ্ছে
সাড়ে ৪মাস শ্রেণী শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার পর রাঙামাটি সরকারী কলেজের শ্রেণী কার্যক্রম ৩০ জানুয়ারী শুরু হচ্ছে
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি সরকারী কলেজের একাডেমীক কাউন্সিল সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত হয় সাড়ে ৪মাস শ্রেণী শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার পর কলেজের শ্রেণী কার্যক্রম আগামী ৩০ জানুয়ারী শনিবার থেকে শুরু করা হবে৷
রাঙামাটি পার্বত্য জেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি সরকারী কলেজের একাডেমীক কাউন্সিল সভা বুধবার সকাল সাড়ে এগারোটায় কলেজের অধ্যক্ষ রুমে শুরু হয়৷একাডেমীক কাউন্সিল সভায় কলেজের সকল শিক্ষক,সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷
কাউন্সিল সভার সভাপিতত্ব করেন রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মফিজ আহম্মেদ৷
রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মফিজ আহম্মেদ সিএইটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৭ অক্টেম্বর ২০১৫ তারিখ থেকে বন্ধ রাখা শ্রেণী কার্যক্রম ৩০ জানুয়ারী ২০১৬ তারিখ থেকে চালু হবে৷
অধ্যক্ষ বলেন, এবার রাঙামাটি সরকারী কলেজের একাডেমীক কাউন্সিল সভায় সর্বসম্মতি ক্রমে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে, এখন থেকে কলেজ ক্যাম্পসের ভিতর কোন ছাত্র সংগঠন মিছিল,মিটিং,আলোচনা সভা সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যনত্ম বন্ধ থাকবে, কলেজ ক্যাম্পসের ভিতর কলেজের ছাত্র/ছাত্রীরা তাদের পরিচয় পত্র (আই ডি কার্ড) গলায় ঝুলিয়ে চলাফেরা করতে হবে, যাদের কাছে পরিচয়পত্র (আই ডি কার্ড) নাই তারা তাদের সঙ্গে কলেজে ভর্তি হওয়ার সময় প্রদত্ত টাকা প্রদানের রশিদ রাখতে হবে৷
রাঙামাটি সরকারী কলেজের একাডেমীক কাউন্সিল সভায় সিদ্ধান্ত যে সব ছাত্র/ছাত্রী অমান্য করতে দেখা যাবে কলেজ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে প্রশাসনিব ব্যবস্থা নিবেন৷
রাঙামাটি কলেজের সাধারন ছাত্র/ছাত্রী এবং অভিবাবকরা রাঙামাটি সরকারী কলেজের একাডেমীক কাউন্সিল সভার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷
উল্লেখ্য, গত ১৭ অক্টেম্বর ২০১৫ ইংরেজি তারিখ কলেজ ক্যাম্পাসের ভিতর পিসিজেএসএস (সন্তু) সমর্থিত রাঙামাটি সরকারী কলেজ শাখার পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) তাদের সাপ্তাহিক মিছিল বের করতে চাইলে ক্ষমতাসিন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ পিসিপি’র মিছিলে বাধা দেয়, এতে দু’টি ছাত্র সংগঠনের সদস্যদের ভিতর সংঘর্ষ সৃষ্টি হয় এক পর্যায়ে দু’টি ছাত্র সংগঠনের সংঘর্ষ রাঙামাটি শহর ও তার আশ পাশের এলাকায় পাহাড়ি - বাঙ্গালী সংঘর্ষে আকার ধরণ করায় কলেজ ও স্থানীয় প্রশাসন জরুরী সভা করে রাঙামাটি সরকারী কলেজের শ্রেণী শিক্ষা কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেন৷
আপলোড : ২৭ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.২০মিঃ